বিজয় কৃষ্ণ আচার্য পরিচালিত ‘থাগস অব হিন্দুস্তান’ সিনেমাটি নিয়ে বলিউডে আলোচনা চলছে। এই সিনেমার অভিনেতা-অভিনেত্রীদের ফার্স্টলুকও দর্শকমহলে প্রশংসিত হয়েছে।
সিনেমায় বলিউডের দুই সুপারস্টার অভিনেতা অমিতাভ বচ্চন ও আমির খানের একসঙ্গে অভিনয় করাও ছিল চমক। এই চলচ্চিত্রের অভিনেতাদের মোশন পোস্টারের মাধ্যমে পরিচয় করিয়েছেন নির্মাতা।
এবার প্রকাশ হয়েছে সিনেমার অন্যতম প্রধান অভিনেতা আমির খানের মোশন পোস্টার। আজ সোমবার দুপুরে পোস্টারটি অনলাইনে মুক্ত করা হয়। সেখানে তাকে ঘোড়ায় চড়ে ফিরিঙ্গি লুকে দেখা গেছে। ইয়াস রাজ ফিল্মসের ফেসবুক পেজে আমিরের মোশন পোস্টার ভক্তদের জন্যে প্রকাশ করা হয়েছে।
-------------------------------------------------------
আরও পড়ুন : অনন্ত-বর্ষার ঘরে সুখের পাখি উড়ে (ভিডিও)
-------------------------------------------------------
সিনেমায় ‘খোদাবক্স’ চরিত্রে অভিনয় করছেন অমিতাভ। ফাতিমা সানা শেখের চরিত্রটি যোদ্ধার। ‘থাগস অব হিন্দুস্তান’ সিনেমায় অভিনয় করছেন আমির খান, অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কাইফ, ফাতিমা সানা শেখসহ অনেকে। আসছে নভেম্বরে সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে।
সিনেমায় শুরু থেকেই সতর্কতার সাথে অভিনেতা-অভিনেত্রীদের লুক যেন ফাঁস না হয় সেদিকে নজর রাখা হয়। আমির খানের ভাষ্য, দর্শক যদি শুটিংয়ের সময় লুক ও অন্যান্য বিষয় জেনে যায় তাহলে আগ্রহ খুব একটা থাকবে না। বরং তারচেয়ে তারা প্রেক্ষাগৃহে এসেই অভিনয় ও লুক দেখুক। তাহলে বাড়তি একটা আগ্রহ থাকবে।
আরও পড়ুন :
এম/পিআর