ঢাকাবৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

প্রেক্ষাগৃহে ভূতের সিনেমা ‘স্বপ্নের ঘর’

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ২১ ডিসেম্বর ২০১৮ , ০৬:২৩ পিএম


loading/img

তানিম রহমান অংশু পরিচালিত বহুল আলোচিত ছবি ‘স্বপ্নের ঘর’ আজ শুক্রবার (২১ ডিসেম্বর) সারাদেশের ৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

বিজ্ঞাপন

আরও বেশি সংখ্যক হলে ছবিটি মুক্তির কথা থাকলেও নির্বাচনকে কেন্দ্র করে হলের সংখ্যা কমেছে ছবিটির। তবে পরিচালক জানিয়েছেন, নির্বাচনের পর বড় আয়োজনে ছবিটি আবারও প্রেক্ষাগৃহে আসবে।

ভৌতিক ঘরানার গল্পের ছবি ‘স্বপ্নের ঘর’। ব্ল্যাক ম্যাজিকের ওপর পুরো ছবির কাহিনি এগিয়ে যায়। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, জাকিয়া বারী মম, শিমুল খান ও কাজী নওশাবা।

বিজ্ঞাপন

মিলন বলেন, এ ধরনের ছবিতে দর্শকদের আগ্রহ রয়েছে। দেশের এমন একটি ছবিতে কাজ করতে পেরে আমার নিজেরও খুব ভালো লেগেছে। আমরা পুরো টিম চেষ্টা করেছি একটি ভালো চলচ্চিত্র উপহার দেয়ার। ছবিটি দর্শকের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।

গল্পে দেখা যাবে, ফিল্মস্টার মিলন স্ত্রীসহ একটি বাড়িতে ওঠেন। তারপর থেকেই ঘটতে থাকে নানান ঘটনা। রহস্যময় বাড়িটি ঘিরে তৈরি হয় ধূম্রজাল। এরপর কী হবে জানতে হলে ‘স্বপ্নের ঘর’ মুক্তি ছবিটি দেখতে হবে।

ছবিটি রাজধানীর স্টার সিনেপ্লেক্স, বিজিবি ও ঢাকার বাইরে সত্যবতী (শেরপুর), স্বাগরিকা (সিরাজগঞ্জ), মানসী (কিশোরগঞ্জ) সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে। 

বিজ্ঞাপন

এম/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |