ঢাকাশনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

অপু বিশ্বাস মনোনয়ন কিনলেন, কিনলেন মিষ্টি জান্নাতও

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ১৭ জানুয়ারি ২০১৯ , ০৪:৪৩ পিএম


loading/img

জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন। ১৫ জানুয়ারি মনোনয়নপত্র ক্রয় করেন অপু বিশ্বাস।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমি নারী ও শিশুদের নিয়ে কাজ করতেই রাজনীতির মাঠে নেমেছি। কারণ আমি এই বিষয়টার সঙ্গে সরাসরি জড়িত। আমাকে ও আমার সন্তানকে এই বিষয়টি সাফার করতে হয়েছে। আমি বুঝি একজন নারীকে কতটা সমস্যায় পড়তে হয়। নারী ও শিশুদের বিভিন্ন সমস্যায় তাদের পাশে দাঁড়াতে চাই। আমাদের মমতাময়ী মা মাননীয় প্রধানমন্ত্রী যাকে যোগ্য মনে করবেন তাকেই কাজ করার সুযোগ দেবেন।’

অপু বিশ্বাস বর্তমানে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবির কাজ করছেন। তার বিপরীতে আছেন নায়ক বাপ্পী চৌধুরী। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটি পরিচালনা করছেন দেবাশীষ বিশ্বাস।

বিজ্ঞাপন

এদিকে আজ বৃহস্পতিবার চিত্রনায়িকা মিষ্টি জান্নাত মনোনয়নপত্র কিনেছেন। তিনি বলেন, আমি মানুষের জন্য কাজ করতে চাই। সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাই। আমাদের শিল্পীদের মধ্যে অনেকেই এবার মনোনয়নপত্র কিনেছেন। মাননীয় প্রধানমন্ত্রী যাকে যোগ্য মনে করবেন তাকেই কাজ করার সুযোগ দেবেন।

আরো পড়ুন:

এম/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |