বাপ্পা-সুস্মিতার ‘মেঘের চিঠি’ ইউটিউবে
সুস্মিতা আনিস মূলত নজরুল সঙ্গীতশিল্পী। বিভিন্ন সময়ে তিনি আধুনিক গান করেছেন। এবার ‘মেঘের চিঠি’ নামের একটি গানে জনপ্রিয় সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদারের সঙ্গে কণ্ঠ দিয়েছেন সুস্মিতা আনিস। পাশাপাশি গানটি নিয়ে ভিডিও নির্মাণ করা হয়েছে যেখানে এই দুই শিল্পী মডেলও হয়েছেন।
গতকাল শুক্রবার সন্ধ্যায় এই মিউজিক ভিডিওটি ইউটিউবে উন্মুক্ত উপলক্ষে গুলশান-২ এর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সঙ্গীতাঙ্গনের অনেকেই উপস্থিত ছিলেন।
মেঘের চিঠি গানটির কথা লিখেছেন শাহান কবন্ধ। সুর ও সঙ্গীতায়োজনে ছিলেন বাপ্পা মজুমদার নিজেই। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন তানভীর খান।
বাপ্পা মজুমদার বলেন, ‘আপা এত ব্যস্ততার মধ্যেও যেভাবে সময় বের করে গান করছেন, আমি এ ব্যাপারটাকে সাধুবাদ জানাই। আমি ভীষণ রকম আনন্দিত, আপার সঙ্গে কাজটি করতে পেরে।’
মেঘের চিঠি প্রসঙ্গে সুস্মিতা আনিস বলেন, ‘আমি আসলে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি গানের চর্চা করি। যার কারণে একটি গান করার আগে আমাকে বেশ প্রস্তুতি নিয়ে সামনে এগুতে হয়। কারণ আমাকে অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে গান করতে হয়। সেজন্য একটি প্রজেক্ট করার জন্য আমি যথেষ্ট সময় নিই। এই গানটির বেলাতেও তাই হয়েছে।’
মেঘের চিঠি ইউটিউবে উন্মুক্ত উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হামিন আহমেদ, শাফিন আহমেদ, মানাম আহমেদ, অর্ণব, কণা, এলিটা, মাহাদী, মিনারসহ আরও অনেকেই।
সুস্মিতা আনিস জানান, মিউজিক ভিডিওটি প্রকাশিত হয়েছে তার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে।
এছাড়া গানটি নিয়ে কথা বলেন গীতিকার শাহান কবন্ধও। তিনি জানান, ‘প্রত্যেকটা গান লেখার পেছনে আলাদা আলাদা গল্প থাকে। যখন যে গানটা লেখা হয়, তার আগে চিন্তা করি কে গাইবে, কে সুর করবে। কারণ এটার ওপর অনেক কিছু নির্ভর করে। আমি মনে করি একটা গানের কথায় সঠিক সুর না হলে প্রাণ আসে না। সুরকারই আসল লোক। একটা লেখা যদি সুর করা না হয়, তাহলে কোনোদিন গান হয়ে ওঠে না। হয়তো ওই লেখাটা পড়ে থাকবে। কেউ জানবেও না। সুর করা হলে কথাগুলো জীবন পায়।’
এম/জেবি
মন্তব্য করুন