অ্যানিমেটেড শর্টফিল্মে জয়া
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান একটি শর্টফিল্মে যুক্ত হলেন। অ্যানিমেটেড শর্টফিল্মটির নাম ‘সারভাইভিং ৭১’।
জয়া আহসান শর্টফিল্মে ডাবিং শিল্পী হিসেবে কাজ করবেন। এটি পরিচালনা করছেন হলিউড অ্যানিমেটর ওয়াহিদ ইবনে রেজা।
অল্পদিনের মধ্যেই শর্টফিল্মের কেন্দ্রীয় চরিত্রে কণ্ঠ দেবেন ‘দেবী’ খ্যাত এই অভিনেত্রী। জয়া বলেন, আমাদের দেশে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে কোনও অ্যানিমেশন শর্টফিল্ম তৈরি হয়নি। উদ্যোগটি ভালো লেগেছে। ছবির ট্রেলার দেখলাম। ভালো লেগেছে। কাজটিকে উৎসাহ দিতেই এতে কণ্ঠ দেয়ার কাজটা করতে রাজি হয়েছি।
জয়া ছাড়া আরও থাকছেন তানযীর তুহীন, গাউসুল আলম শাওন, সামির আহসান, অনিক খান, শাওন এবং পরিচালক ওয়াহিদ ইবনে রেজা।
নির্মাতা ওয়াহিদ ইবনে রেজা বলেন, ‘বাস্তব কাহিনি অবলম্বনে কাজটি করছি। এটা আমার বাবার জীবনের গল্প থেকে লেখা হয়েছে। ব্যক্তিগতভাবে এই ছবি আমার জন্য দারুণ গুরুত্ব বহন করে। ধ্রুব ও আক্কু নামে দুই বন্ধুর গল্প, যারা একসঙ্গে মুক্তিযুদ্ধের সময় অনেক রোমহর্ষক ঘটনার পর প্রাণে বেঁচে যায় এবং যোগ দেয় যুদ্ধে।’
এছাড়া শর্টফিল্মে বাংলাদেশের আরও বেশ কয়েকজন তারকা থাকছেন। জানা গেছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিশাল প্রেক্ষাপটকে ২-ডি অ্যানিমেশনের মাধ্যমে বড় ক্যানভাসে তুলে আনতে কাজ করছেন নির্মাতা।
গেল ২৫ মার্চ স্বাধীনতা দিবসে ইউটিউবে এসেছে ‘সারভাইভিং ৭১’-এর টিজার। ২০২০ সালের মার্চ মাসে মুক্তি পাবে ‘সারভাইভিং ৭১’ শর্টফিল্ম।
জিএ/এম
মন্তব্য করুন