ঢাকাবৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২

চিত্রনায়িকা অধরার বাবা আর নেই

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৯ , ০৬:৫১ পিএম


loading/img

তরুণ প্রজন্মের প্রতিশ্রুতিশীল ও সম্ভাবনাময়ী নায়িকা অধরা খানের বাবা সিরাজুল ইসলাম খান আর নেই। আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে শরীয়তপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিজ্ঞাপন

অধরার পারিবারিক সূত্র বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

বাবার মৃত্যুর খবরে শোকে স্তব্ধ অধরা। বাবাকে দেখতে শরীয়তপুরের উদ্দেশে রওয়ানা দিয়েছেন তিনি। রাতে দাফনের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে জানা যায়।

বিজ্ঞাপন

জনপ্রিয় পরিচালক শাহীন সুমন পরিচালিত ‘পাগলের মতো ভালোবাসি’ ছবির মাধ্যমে ঢাকাই ছবিতে পা রাখেন অধরা। পরবর্তীতে একই পরিচালকের ‘মাতাল এবং ইস্পাহানী আরিফ জাহানের ‘নায়ক’ ছবিতে অভিনয় করেছেন তিনি। প্রথম ছবি মুক্তির আগেই বাকি দুটি ছবি মুক্তি পায় এই নায়িকার। যদিও এখন মুক্তির অপেক্ষায় আছে তার ‘পাগলের মতো ভালোবাসি’ ছবিটি।

কয়েক মাস আগেই অধরা চুক্তিবদ্ধ হয়েছেন ‘সুন্দরীতমা’র নায়িকা হিসেবে। গেল মার্চে মহরত হয়েছে তার ‘ড্রিমগার্ল’ চলচ্চিত্রের। এছাড়া সম্প্রতি ‘ভালোবাসার উত্তাপ’ নামের চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

জিএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |