ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

চোখ মেলেই কাঁদলেন সুবীর নন্দী

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

শনিবার, ০৪ মে ২০১৯ , ০২:৫৩ পিএম


loading/img

বরেণ্য সঙ্গীতশিল্পী সুবীর নন্দী চোখ খুলেছেন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের এমআইসিইউতে চিকিৎসার পর চোখ মেলে কেঁদেছেন তিনি। হাসপাতালের বিছানায় টানা ১৮ দিন চোখ-বুজে নিথর পড়ে  ছিলেন  এই শিল্পী।

বিজ্ঞাপন

বিষয়টি জানান সুবীর নন্দীর মেয়ে ফাল্গুনী নন্দী। তিনি বলেন, শুক্রবার বাবা চোখ খুলেছেন বাবা। আমাকে দেখে তিনি চোখের জল সামলাতে পারেননি। এখন কিছুটা ভালো আছেন।  জ্বর নিয়ন্ত্রণে আছে। সবাই দুয়া করবেন।

উন্নত চিকিৎসার জন্যে মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ১০টা ৪০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সে সুবীর নন্দীকে নিয়ে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। ভর্তি করা হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন আছেন তিনি।

বিজ্ঞাপন

বাংলাদেশে সুবীর নন্দীর চিকিৎসার বিষয়টি সমন্বয় করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন তিনি। সামন্ত লাল সেন সাংবাদিকদের জানান, সুবীর নন্দী চোখ মেলেছেন। পরিচিতজনদের চিনতে পেরে কাঁদছেন তিনি। তার ব্রেইন আস্তে আস্তে কাজ করছে।

প্রসঙ্গত, সুবীর নন্দী ১২ এপ্রিল পরিবারের সবাইকে নিয়ে মৌলভীবাজারে আত্মীয়ের বাড়িতে যান। সেখানে একটি অনুষ্ঠান ছিল। ঢাকায় ফেরার ট্রেনে ওঠার জন্য বিকেলে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলে আসেন তারা। ট্রেনেই অসুস্থ হয়ে পড়েন তিনি। শারীরিক অবস্থা খারাপ হয়ে গেলে তাকে ট্রেন থেকে নামিয়ে অ্যাম্বুলেন্সে করে সিএমএইচে নেয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হয়।

 

বিজ্ঞাপন

জিএ/এম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |