অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, তুরস্কসহ অনেক দেশেই শুটিং করেছেন শাকিব খান। এবার নতুন লোকেশনের খোঁজে এই নায়ক।
গেল বৃহস্পতিবার ভোরের একটি ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়েন শাকিব। মধ্যপ্রাচ্যের সবচেয়ে সমৃদ্ধশালী দুবাইয়ের মনোরম বেশ কিছু লোকেশন হবে ছবির শুটিং।
শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে নির্মিত হবে ছবিটি।
কিছুদিন দুবাই থাকবেন শাকিব। এই সফরে নায়কের সঙ্গে রয়েছেন নির্মাতা ইফতেখার চৌধুরী, চিত্রনাট্যকার আবদুল্লাহ জহির বাবুসহ অনেকে।
এদিকে দেশে ফিরেই ‘আগুন’ছবির বাকি কাজ শুরু করবেন শাকিব। এর আগে ছবির শুটিং করার সময় জ্বরের কবলে পড়েন তিনি।
তার অসুস্থতার কারণে শুটিং বন্ধ হয়ে যায়। এ ছবিতে শাকিবের বিপরীতে আছেন নবাগত জাহারা মিতু। ছবিটি পরিচালনা করছেন বদিউল আলম খোকন।
এম