ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

ক্ষেপেছেন অক্ষয়

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০১৯ , ০৭:০৭ পিএম


loading/img
অক্ষয় কুমার

বলিউড খিলাড়ি অক্ষয় কুমার আজ জীবনের ৫২তম অধ্যায়ে পা দিয়েছেন। স্ত্রী টুইংকেল খান্না, ছেলে আরাভ ও মেয়ে নিতারাকে নিয়ে বেশ সুখেই আছেন। তবে বাবা-মায়ের তারকা খ্যাতির কারণে সুখে নেই সন্তানেরা। 

বিজ্ঞাপন

সম্প্রতি অক্ষয় কুমার বলেন, আরাভ, নিতারা কেউই তাদের সঙ্গে ডিনারে বেরোতে চান না। ক্যামেরার ফ্ল্যাশ একেবারেই পছন্দ করে না নিতারা। ফলে বাবা-মায়ের সঙ্গে ডিনারে বের হলে ক্যামেরার ফ্ল্যাশ দেখলে মুখ লুকিয়ে রাখে বছর ছ'য়েকের মেয়ে।

বিজ্ঞাপন

অন্যদিকে আরাভের ক্ষেত্রেও সেই একই ব্যাপার। জিম থেকে বেরনোর পর আরাভ ঘর্মাক্ত থাকে।  মুহূর্তেই ক্যামেরায় ধরা পড়ে আরাভের ক্লান্ত শরীর। বিষয়টি নিয়ে অক্ষয় বলেন,  দুই সন্তানকে নিয়ে এত বেশি মাতামাতি শুরু হয়, যা দেখে আরাভ বাবা-মায়ের সঙ্গে কখনও বাইরে বের হতে চায় না।

---------------------------------------------------------------
আরো পড়ুন: প্রিয়াঙ্কার স্বামীর সঙ্গে কী করছেন এই পাকিস্তানি অভিনেত্রী?
---------------------------------------------------------------

বিষয়টি নিয়ে বিরক্তি নয়, রীতিমতো খেপেছেন অক্ষয়। সন্তানদের স্বাভাবিক জীবনকে ক্ষতিগ্রস্থ না করার আহ্বান জানিয়েছেন তিনি। 

বিজ্ঞাপন

শুধু অক্ষয় নন, এর আগে কখন কাজল কখনোবা সাইফ আলি খান, শাহরুখ কান, সন্তানদের ওপর পাপারাজ্জির অধিক নজরদারি নিয়ে বিভিন্ন সময় কথা বলেছেন।

জিএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |