বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ বাণিজ্যিক সেবা হিসেবে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। দেশের নিজস্ব স্যাটেলাইটের মাধ্যমে দেশীয় চ্যানেল সম্প্রচার শুরু হয়েছে। সম্মানিত ক্যাবল অপারেটরদের বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর থেকে আরটিভি চ্যানেলটি ডাউনলিংক করার জন্য আরটিভি কর্তৃপক্ষ আনুরোধ জানিয়েছেন।
Rtv Downlink Parameter: Satellite Name: Bangabandhu Satellite-1, Orbital Location: 119.1˚E, Downlink Frequency: 4720 MHz (C Band), Symbol Rate: 30000 Ksym/s, Polarization: Horizontal, FEC:2/3, Modulation: 8PSK, Carrier: MPEG-4/ DVB-S2।
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ থেকে আরটিভির ডাউনলিংকের যে কোনো বিষয়ে আরটিভির সম্প্রচার ও প্রকৌশল বিভাগের সহকারী ব্যবস্থাপক মোঃ মাহাবুল ইসলাম এর সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হলো। মোবাইল নম্বর ০১৯১৮৪০০২৪১, ০১৮৭৮১৮৪২৬৪।