• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

ভক্তদের কাছে কী আবেদন করলেন শ্রাবন্তী?

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৩ অক্টোবর ২০১৯, ০৮:০৩
শ্রাবন্তী চট্টোপাধ্যায় আবেদন
শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ফাইল ছবি

সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গাপূজা কাছাকাছি। আর তাইতো সাধারণ মানুষের পাশাপাশি বিনোদন জগতের তারকাদের মধ্যেও দেখা দিয়েছে অন্যরকম আগ্রহ। ভক্তদের উদ্দেশে তারকারা দিচ্ছেন বিভিন্ন শুভেচ্ছা বার্তা।

তবে টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় আবেদন করেছেন। ভক্তদের বিভিন্ন সাজের ছবি দেখতে চেয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় অভিনেত্রী বলেন, পূজা এসে গেছে, সবাই খুব আনন্দিত তাই না? আমি তো অনেক বেশি আনন্দিত। এখন তো পূজার সাজে সেজে বসে আছি। আমি তোমাদেরকেও দেখতে চাই। তোমরা অনেক অনেক ছবি আপলোড করো ফেসবুকে, ইনস্টাগ্রামে ও নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম আইডিতে। আমিও দেখতে চাই তোমরা কেমন কেমন সাজছ। ইতোমধ্যে পূজার গন্ধ এসে গেছে। সকলেই ঠাকুর দেখতে যাওয়া শুরু করে দিয়েছেন। আমিও একটা ঠাকুর দেখে চলে এসেছি। সকলকেই পূজার অনেক শুভেচ্ছা জানালাম। সকলের পূজা খুব ভালো কাটুক আর সবাই খুব ভালো থাকুক। সকলের প্রতি ভালোবাসা রইলো।

উল্লেখ্য, বিয়ের পর স্বামী রোশান সিংয়ের সঙ্গে শ্রাবন্তী এবার প্রথম দুর্গা পূজা উদযাপন করবেন।

জিএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় আবেদনের সময় বাড়ল ৬ দিন
আবেদন খারিজ, ট্রাইব্যুনালেই চলবে জুলাই গণহত্যার বিচার 
শীর্ষ সন্ত্রাসীদের জামিন বাতিলে আবেদন করবে পুলিশ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বড় নিয়োগ, আবেদনের শেষ সময় ২২ জানুয়ারি