ঢাকাবৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

শাকিবের নায়িকা হবেন না কোয়েল

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ১৪ অক্টোবর ২০১৯ , ১০:৪৫ পিএম


loading/img

ঢাকাই ছবির নায়ক ও প্রযোজক শাকিব খানের প্রযোজনা সংস্থা এসকে মুভিজ থেকে ‘হ্যাকার’  নামে ছবি নির্মিত হতে যাচ্ছে। আজ সোমবার পরিচালক সমিতিতে ছবিটির নামও এন্ট্রি করা হয়।

বিজ্ঞাপন

নির্মাণ করবেন নির্মাতা মালেক আফসারী। সোমবার সন্ধ্যা থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয় ছবিতে শাকিব খানের নায়িকা থাকছেন কলকাতার অভিনেত্রী কোয়েল মল্লিক। বিষয়টি জানতে নির্মাতা মালেক আফসারীর সঙ্গে যোগাযোগ করা হয়।

নায়িকা প্রসঙ্গে এই নির্মাতা বলেন, ‘হ্যাকার’ ছবিতে কোয়েল মল্লিক থাকছেন এটা অনেক আগের প্ল্যান। তবে এ ব্যাপারে আমি শিউর না। কারণ ছবিটি নির্মাণের অর্থ ব্যয় করবে প্রযোজক; তাই তারাই চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারবেন। আর আমি শুনেছি কোয়েল মল্লিকের সঙ্গে ছবিটির বিষয়ে কথা হয়েছে। যেহেতু শিডিউলটা আমার হাতে এসে পৌঁছায়নি তাই এ বিষয়ে কনফার্ম কিছু বলতে পারছি না।

বিজ্ঞাপন

এদিকে ছবির সহযোগী প্রযোজক মোহাম্মাদ ইকবাল বলেন, খবরটি ভুয়া। আমরা পরিচালক সমিতিতে ছবিটির নাম এন্ট্রি করেছি এটা সত্য। তবে নায়িকা এখনও চূড়ান্ত হয়নি। কলকাতার নায়িকা নেয়ার কোনও চিন্তাই আমাদের নেই। আগামী ১ নভেম্বর থেকে 'বীর' ছবির শুটিং। ছবিটি শেষ করার পর নতুন ছবির বিষয়ে সিদ্ধান্ত হবে। 

উল্লেখ্য, এর আগেও বহুবার শাকিবের নায়িকা হচ্ছেন কোয়েল মল্লিক এই শিরোনামে বিভিন্ন সময়ে অনেক মিথ্যা খবর প্রকাশিত হয়েছে।  

 এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |