ঢাকামঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

সিদ্দিকের সঙ্গে একাধিক নারীর সম্পর্ক, মুখ খুললেন স্ত্রী

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

বুধবার, ১৬ অক্টোবর ২০১৯ , ০৫:০৯ পিএম


loading/img
ছবি সংগৃহীত

এবার সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন তার স্ত্রী মারিয়া মিম। সিদ্দিকের সঙ্গে নাকি একাধিক নারীর সম্পর্ক রয়েছে।

বিজ্ঞাপন

মিম আরও অভিযোগ করেন, মারধর করার পর তার মোবাইল ফোন কেড়ে নিয়ে যেত সিদ্দিক। যাতে তিনি আত্মীয়-স্বজন কারও সঙ্গে যোগাযোগ করতে না পারেন।

মিম বলেন, একাধিক মেয়ের সঙ্গে ওর (সিদ্দিকের) সম্পর্ক রয়েছে। আমার কাছে প্রমাণ রয়েছে। সে সারারাত বাইরে থাকে। নাটকের শুটিং কয়টা পর্যন্ত থাকে? ৮টা, ১০টা, ১২ টা? সে এত রাতে বাইরে থাকে কেন? মধ্যরাতে, ভোরে এসে বাচ্চার ঘুম ভাঙায়।

বিজ্ঞাপন

এর আগে মডেলিংয়ে অনুমতি না দেয়ার অভিযোগে অভিনেতা সিদ্দিকুর রহমানকে ডিভোর্স দেয়ার সিদ্ধান্তের কথা জানান মিম। নতুন করে তিনি আজ বুধবার গনমাধ্যমে সিদ্দিকের বিরুদ্ধে এসব অভিযোগ আনলেন।

---------------------------------------------------------------
আরো পড়ুন: শাকিবের নায়িকা হবেন না কোয়েল
---------------------------------------------------------------

অভিযোগের প্রেক্ষিতে সিদ্দিক বলেন, ডিভোর্সের বিষয়ে কদিন আগেই কিন্তু সে মডেলিং না করার অভিযোগ করেছিল। তখন তো সে আমার চরিত্র নিয়ে টানাটানি করেনি। এখন কেন করছে? আর হুট করে তার মাথায় বিয়ের ৮ বছর পর মডেলিং করার ভুত চাপলো কেন? আমি লোক হাসানোর মানুষ, সারাজীবন মানুষের মুখে হাসিই ফুটিয়ে যেতে চাই।

বিজ্ঞাপন

২০১২ সালের ২৪ মে বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিমকে বিয়ে করেন সিদ্দিক। ২০১৩ সালের ২৫ জুন তারা পুত্রসন্তানের বাবা-মা হন।

এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |