ঢাকামঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

ইতালির রোমে সাপলুডু'র মুক্তি আজ

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯ , ০১:১৫ পিএম


loading/img
ছবি সংগৃহীত

দেশে সাফল্যের পর এবার বিশ্ব মাতাতে যাচ্ছে চলতি বছরের ঢালিউডের সবচেয়ে আলোচিত চলচ্চিত্র 'সাপলুডু'। ইতালির রোমে ছবিটি মুক্তি পাচ্ছে আজ শুক্রবার (১৮ অক্টোবর)। নোভো সিনেমা অ্যাকুইলাতে ছবির প্রদর্শনী হবে।  

বিজ্ঞাপন

আজ শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা, ৭টা ৩০ মিনিট এবং রাত ৮ টায় তিনটি শো প্রদর্শনী হবে। এছাড়া আগামীকাল শনিবারও একই সময়ে তিনটি শো দেখানো হবে। সেখানে উপস্থিত থাকবেন ছবির নায়ক আরিফিন শুভ এবং প্রযোজক সৈয়দ আশিক রহমান, সিইও আরটিভি।  

এ ব্যাপারে সৈয়দ আশিক রহমান বলেন, বেঙ্গল মাল্টিমিডিয়া এবং আরটিভি সুস্থ ধারার বিনোদনের পাশে রয়েছে সব সময়। আমরা দেশের চলচ্চিত্রের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই। আমার বিশ্বাস দেশের পাশাপাশি বিদেশেও সাফল্য পাবে 'সাপলুডু' ছবিটি।

বিজ্ঞাপন

আরিফিন শুভ বলেন, বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রয়াসের আমিও একজন সৈনিক। আমাদের চলচ্চিত্র একদিন অনেক দূর যাবে। এই বিশ্বাস নিয়ে কাজ করে যাচ্ছি। ইতালিতে আমার সকল দর্শকদের ছবিটি দেখার আমন্ত্রণ রইলো।

---------------------------------------------------------------
আরো পড়ুন: সিদ্দিকের সঙ্গে একাধিক নারীর সম্পর্ক, মুখ খুললেন স্ত্রী
---------------------------------------------------------------

বিজ্ঞাপন

‘সাপলুডু’ ছবিটি বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হয়েছে। পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। অভিনয়ে আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিম, সালাহউদ্দিন লাভলু, তারিক আনাম খান, জাহিদ হাসান, শতাব্দী ওয়াদুদ, রুনা খানসহ অনেকে। গেল ২৭ সেপ্টেম্বর মুক্তি পায় ছবিটি।

এম   

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |