ঢাকাসোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

মশার উৎপাতে গান থামালেন সোনু নিগম

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

শনিবার, ০২ নভেম্বর ২০১৯ , ০৬:১৬ পিএম


loading/img

'ইতনা মচ্ছর, গানা গাঁয়ু ক্যায়সে' (প্রচুর মশা, গান গাইব কীভাবে)। মুখের সামনে ভনভন করতে থাকা মশা তাড়িয়ে একবার নয়, পর পর তিনবার একই উক্তি করলেন বলিউডের নামী সঙ্গীতশিল্পী সোনু নিগম। ঘটনাস্থল সল্টলেক।

বিজ্ঞাপন

গেল বৃহস্পতিবার সেক্টর ওয়ানে বলিউডের গায়কদের নিয়ে জমজমাট অনুষ্ঠানের আয়োজন করেছিল সল্টলেকের একটি নামী ক্লাব। সম্প্রতি তৃণমূল থেকে বিজেপিতে যোগদানকারী এক নেতার উদ্যোগে নাকি আয়োজনটি করা হয়।

ব্লকের ভেতর মাঠের মধ্যে এই জলসার আয়োজন হয়েছিল। গাইতে এসেছিলেন গায়ক সোনু নিগম। কালীপুজো উপলক্ষে আয়োজিত এই জলসা ঘিরে মানুষের আগ্রহও ছিল তুঙ্গে। প্রতিবছরই তা থাকে। কিন্তু এবার গানের তাল কাটল মশার ভনভনানিতে।

বিজ্ঞাপন

---------------------------------------------------------------
আরো পড়ুন: শাহরুখের প্রতিষ্ঠান থেকে শাকিবকে আমন্ত্রণ
---------------------------------------------------------------

ভারতীয় গণমাধ্যমের খবর গান গাইতে গিয়ে বিরক্ত সোনু বলেন, 'গান গাইব কী করে! মশা আর পোকামাকড় তো মুখের ভেতর ঢুকে পড়ছে!' জলসায় হাজির এক শ্রোতা বলছেন, 'কয়েকদিন ধরেই এই এলাকায় মশা খুব বেড়েছে। মশার গান শিল্পীর গানকেও ছাপিয়ে যাচ্ছিল।'

শেষ পর্যন্ত মশা তাড়ানো গিয়েছে। দুটি প্রমাণ মাপের স্ট্যান্ড ফ্যান ফুল স্পিডে চালিয়ে মশা উড়িয়ে জলসা পুনরায় শুরু করা হয়।

বিজ্ঞাপন

এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |