ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

বিকিনিতে উষ্ণতা ছড়ালেন নেহা

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯ , ০২:৩৮ পিএম


loading/img

বলিউডের ‘ক্রোক’ ছবির মাধ্যমে অভিষেক নেহা শর্মার। ২০১০ সালে মুক্তি পাওয়া ছবিতে তার বিপরীতে ছিলেন  ইমরান হাশমি।

বিজ্ঞাপন

বলিউডে নাম লেখানোর আগে নিজের মডেলিং ক্যারিয়ারে সফল ছিলেন নেহা। দিল্লির এনআইএফটি  থেকে ফ্যাশন ডিজাইনিং-এ তালিম নিয়েছিলেন। নেহার শখের তালিকায় গান শোনা, রান্না ছাড়া নাচতেও খুব ভালোবাসেন।

প্রায়ই নিজের নানান উষ্ণ ছবি পোস্ট করে মাতিয়ে তোলেন ভক্তদের। সম্প্রতি একটি ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে বিচে রোদ পোহাচ্ছেন। ভারতীয় গণমাধ্যমের খবর, হাওয়ালি বিচের মাকেনা বিচে সময় কাটাচ্ছিলেন নায়িকা। বিকিনি পড়া সে ছবিটি সেই বিচেরই।

বিজ্ঞাপন

জানেন কি নেহা কত্থক নৃত্যের জন্য আলাদা করে তালিম নেন। এছাড়া লন্ডনের পাইনাপেল ডান্স স্টুডিও থেকে সালসা, হিপ-হপ নাচও শেখেন।

চলচ্চিত্রে তার অভিষেক হয় তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজের মাধ্যমে। ২০০৭ সালে চিরুথা নামে ছবিটি মুক্তি পায়। আর একই ইন্ডাস্ট্রিতে কুররাডু ছবিটি মুক্তি পায় ২০০৯ সালে।

বিজ্ঞাপন

ক্রোকের পর বলিউডে জয়ন্তভাই কি লাভ স্টোরি, সলোসহ বেশ কিছু চলচ্চিত্রে কাজ করেছেন নেহা। 

এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |