ঢাকারোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

রুবেল সবার চেয়ে আলাদা

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯ , ০৫:১২ পিএম


loading/img
ছবি সংগৃহীত

এক সময়ের তুমুল জনপ্রিয় নায়ক রুবেল। মূলত অ্যাকশন ছবির নায়ক হিসেবে খ্যাতি রয়েছে তার। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণও করেছেন। ফিল্ম ইন্ডাস্ট্রির প্রাণের মানুষ রুবেল। ইন্ডাস্ট্রির মানুষ তাকে ভালোবাসে। পর্দার বাইরে বাস্তব জীবনেও নায়ক তিনি। নানাভাবে চলচ্চিত্রের মানুষের সমস্যায় পাশে দাঁড়িয়েছেন তিনি।

বিজ্ঞাপন

আরও একবার বড় মনের পরিচয় দিলেন রুবেল। চিত্রনাট্য পছন্দ হওয়াতে বিনা পারিশ্রমিকে একটি ছবির কাজ করেছেন তিনি। আগামী ১৩ ডিসেম্বর রুবেল অভিনীত ‘গার্মেণ্টস শ্রমিক জিন্দাবাদ’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান বাবু। রুবেলের বিনা পারিশ্রমিকে কাজের বিষয়টি জানিয়েছেন পরিচালক নিজেই।   

নায়ক রুবেল বলেন, ছবির কাহিনিতে বাস্তব জীবনের ছায়া আছে সেজন্য চলচ্চিত্র শিল্পের প্রতি দায়বদ্ধতা ও ভালো কাজে অনুপ্রেরণা যোগাতে বিনা পারিশ্রমিকে এ ছবিতে অভিনয় করেছি। ছবির গল্প ও চরিত্র অনেকের মনে দাগ কাটবে বলে আমার বিশ্বাস।

বিজ্ঞাপন

ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাজী মারুফ, লাক্স তারকা অরিন, অমিত হাসান, পুষ্পিতা পপি, কাজী হায়াৎ, ইলিয়াস কোবরা, রেবেকাসহ অনেকে।

এদিকে রুবেলের বিনা পারিশ্রমিকে কাজের বিষয় নিয়ে অনেকেই বলেছেন, চলচ্চিত্রের খারাপ সময়ে সবাই যদি রুবেলের মতো চলচ্চিত্রকে ভালোবাসতো। তাহলে ফিল্ম ইন্ডাস্ট্রির সুদিন ফিরতে খুব একটা সময় লাগতো না।

বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি।  

বিজ্ঞাপন

এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |