ঢাকাবৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

বলিউডের সবাইকে পেছনে ফেললেন অক্ষয়

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯ , ০৫:২৭ পিএম


loading/img
অক্ষয় কুমার

সবচেয়ে বেশি আয় করা সেলিব্রিটিদের ১০০ জনের বার্ষিক তালিকা প্রকাশ করল ফোর্বস ইন্ডিয়া। এই তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বলিউড তারকা অক্ষয় কুমার। ২০১৯ সালে তার আনুমানিক আয় ২৯৩.২৫ কোটি রুপি। বিনোদন জগত থেকে সেলিব্রিটিদের মধ্যে অক্ষয় তালিকায় সবচেয়ে এগিয়ে।

বিজ্ঞাপন

ফোর্বসের এই বার্ষিক তালিকায় প্রথম স্থানে আছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। ২০১৬ থেকে তালিকার শীর্ষে থাকা সালমান খান দুই ধাপ পিছিয়ে এসেছেন তৃতীয় স্থানে। আর ২০১৯ সালে তার আয় ২২৯.২৫ কোটি রুপি। তালিকার চতুর্থ স্থানে অমিতাভ বচ্চন।

বিজ্ঞাপন

এবার বলিউডের দুই প্রথমসারির অভিনেত্রী আলিয়া ভাট আছেন অষ্টম স্থানে, দীপিকা পাড়ুকোনের অবস্থান দশম। প্রথম দশে আর যে বলিউড তারকারা রয়েছেন, তারা হলেন শাহরুখ খান (ষষ্ঠ) ও রণবীর সিং (সপ্তম)।

ফোর্বস ম্যাগাজিনের ওয়েবসাইট অনুসারে এই ক্রমতালিকায় শুধুমাত্র সেলিব্রিটিদের মোট আনুমানিক আয়কেই ধরা হয়নি, সেইসঙ্গে বিবেচনা করা হয়েছে, তাদের খ্যাতির আনুপাতিক মূল্যকেও।

জিএ  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |