ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

মুগ্ধতা ছড়ালেন মৌ

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ২৯ ডিসেম্বর ২০১৯ , ০১:১৮ পিএম


loading/img
ছবি আরটিভি অনলাইন

দেশ বরেণ্য মডেল-অভিনেত্রী-নৃত্য শিল্পী সাদিয়া ইসলাম মৌ। এক মুগ্ধতার নাম মৌ। তিনি নিজের কর্মের মধ্যে দিয়ে জয় করেছেন লাখো ভক্তের মন।

বিজ্ঞাপন

২৮ ডিসেম্বর নবমবারের মতো অনুষ্ঠিত হলো আরটিভি স্টার অ্যাওয়ার্ড ২০১৯। এদিন সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দর্শক ছিল কানায় কানায় পূর্ণ। আরটিভি স্টার অ্যাওয়ার্ড মানেই মৌয়ের পরিবেশনা।

বিজ্ঞাপন

প্রতি বছরের মতো এবারের আয়োজনেও মুগ্ধতা ছড়িয়েছেন মৌ। সাংস্কৃতিক পর্ব ও অ্যাওয়ার্ড তাল-ঝংকারের সঙ্গে নৃত্য পরিবেশন করেন দেশ সেরা এই মডেল ও নৃত্য শিল্পী। উপস্থাপক ফেরদৌস ও তারিন মৌয়ের নাম ঘোষণার পর উচ্ছ্বাস দেখা যায় দর্শকের মাঝে।

মৌয়ের সঙ্গে ছিল নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্রের সদস্যরা। কোরিওগ্রাফি করেছেন কবিরুল ইসলাম রতন।

বিজ্ঞাপন

স্টার অ্যাওয়ার্ডকে কেন্দ্র করে তারার মেলা বসেছিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।

আরটিভিতে প্রচারিত বিভিন্ন নাটকের উপরে এই অ্যাওয়ার্ড প্রধান করা হয়। আজীবন সম্মাননা দেয়া হয়েছে নাট্যব্যক্তিত্ব আতাউর রহমানকে।  

এম     

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |