দুটি মন একই সুতোয় গাঁথতে পারলেই যেন নিখাদ ভালোবাসার জন্ম হয়। এমনই ভালোবাসায় নিজেদের বেঁধে রেখেছেন তারকাদম্পতি জাহিদ হাসান ও সাদিয়া ইসলাম মৌ। শোবিজে কাজ করতে এসেই পরিচয়, অতঃপর প্রেম। তাদের সেই ভালোবাসা রূপ নেয় সুখের সংসারে। আজ সেই সংসারে রয়েছে দুই সন্তান।
সম্প্রতি আরটিভির আয়োজনে ‘সিটি আলো লাইফ ইজ বিউটিফুল’ অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন সাদিয়া ইসলাম মৌ। সেখানে তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। উপস্থাপিকা জানতে চান, যারা মৌ-এর মতো হতে চান তাদের জন্য কী পরামর্শ থাকবে?
জবাবে মৌ জানান, ‘আমি বলব, মুরুব্বিদের কথামতো যদি চলেন, তারা যদি আপনাকে সঠিক পথে চলার অনুপ্রেরণা জোগায় তাহলে অবশ্যই হতে পারবেন।’
সেই আলাপনে স্বামী জাহিদ হাসানের সঙ্গে পর্দায় কাজের প্রসঙ্গে মৌ জানান, ‘জাহিদের সঙ্গে অভিনয় করাটাই আমার জন্য বেশি পেরেশানির! অন্যান্য বড় অভিনেতাদের সঙ্গে কাজ করতে আমার এত ভয় লাগে না। আমার মনে হয়, জাহিদ আমাকে খুব পারফেক্টভাবে চায়। এ কারণেই আমি ওর সঙ্গে কাজ করতে কমফোর্ট ফিল করি না। যদিও এখন আমাদের একসঙ্গে তেমন কাজ করা হয় না। দুজনের একসঙ্গে স্ক্রিপ্টও আসে কম।’
প্রসঙ্গত, দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে মঞ্চ, ছোট ও বড় পর্দার অভিনয় করছেন জাহিদ হাসান। ক্যারিয়ারের শুরু থেকেই ভিন্নধর্মী নাটক ও চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। কাজের স্বীকৃতিস্বরূপ তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এই অভিনেতা। ১৯৯৯ সালে প্রথম হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’-এর জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পেয়েছিলেন রাষ্ট্রীয় স্বীকৃতি। এরপর ২০১৭ সালে তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’ চলচ্চিত্রে নেতিবাচক চরিত্রে অভিনয় করে পান ‘খল অভিনেতা’ হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এক বছরের বিরতিতে গোলাম সোহরাব দোদুলের ‘সাপলুডু’র জন্য ‘খল অভিনেতা’ হিসেবে তৃতীয়বারের মতো ঘরে তোলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।