ঢাকারোববার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

দশ লাখে নদী-অঙ্কন-স্বর্ণা (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ১২ জানুয়ারি ২০২০ , ০৪:১১ পিএম


loading/img
নদী, অঙ্কন ও স্বর্ণা।

এ সময়ের তরুণ প্রজন্মের তিন শিল্পী নদী-অঙ্কন-স্বর্ণার কণ্ঠে তিনটি ফোক গান ইউটিউবে দশ লাখ ভিউ ছাড়িয়েছে। জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির জনপ্রিয় সঙ্গীত অনুষ্ঠান ইগলু ফোক স্টেশন-এর জন্য গানগুলো করা হয়। আরটিভি মিউজিক ইউটিউব চ্যানেলে গান তিনটি প্রকাশের খুব কম সময়ের মধ্যে দশ লাখ ভিউ অতিক্রম করল।  এই সাফল্যে ভীষণ আনন্দিত নদী-অঙ্কন-স্বর্ণা।

বিজ্ঞাপন

শ্রোতাপ্রিয় এই ফোক গানে নিজেদের সুযোগ করে দেয়ায় আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন তারা। এর মধ্যে নদী গেয়েছেন ইসমাইল হোসেন সিরাজীর কথায় ও  আলম খানের সুরে 'ডাক দিয়াছেন দয়াল আমারে' গানটি।

বিজ্ঞাপন

 

অঙ্কন গেয়েছেন 'চ্যাংড়া বন্ধু' শিরোনামের গানটি। 

বিজ্ঞাপন

 

স্বর্ণা গেয়েছেন রজব দেওয়ানের কথা ও সুরে  'তুই আমারে করলি পাগল' শিরোনামের গান।

তিনটি গানের সঙ্গীত আয়োজনে ছিলেন জেকে মজলিশ। ইগলু ফোক স্টেশন অনুষ্ঠানটির প্রযোজক নুর হোসেন হীরা। পরিকল্পনা করেছেন কামরুল হাসান।

জিএ   

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |