ঢাকামঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

ঈদে ‘নিজেরে বুঝি না’ নিয়ে আসছেন তরুন মুন্সী

আরটিভি নিউজ

সোমবার, ২৪ মার্চ ২০২৫ , ০১:৪১ পিএম


loading/img

তিন দশকেরও বেশি সময় ধরে গীতিকার, সুরকার ও গায়ক তরুন মুন্সী নিজে গান গাওয়ার পাশাপাশি অন্যদের জন্য গান বানিয়ে যাচ্ছেন। তার কথা ও সুর অনেক জনপ্রিয় সঙ্গীতশিল্পীর কণ্ঠেই দারুণ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। 

বিজ্ঞাপন

এই সময়ে এসেও গান নিয়ে ব্যস্ততার কমতি নেই তরুনের। অন্যদের জন্য যেমন লিখছেন-সুর করছেন, তেমনি নিজেও গাইছেন নিয়মিত। এরই ধারাবাহিকতায় এবারের ঈদে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) এর ব্যানারে আসছে তার নতুন গান চিত্র। শিরোনাম ‘নিজেরে বুঝি না’ । গানটি কন্ঠে তোলার পাশাপাশি এর কাব্যমালা সাজিয়ে তাতে সুর ও সঙ্গীতায়োজন করেছেন তরুন নিজেই। গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। গানটিতে তরুন মুন্সীর সাথে মডেল হিসেবে দেখা যাবে ইপ্সিতা শবনমকে। 

7e02855b-4101-4254-b09b-6c3dc68b462d

বিজ্ঞাপন

নতুন এই গান নিয়ে তরুন মুন্সী  বলেন,  আমার গানের নিজস্ব একটা স্টাইল আছে। সেটা বজায় রেখে বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়েই নতুন গানটি তৈরি করছি। আশা করছি গানটিতে নতুনত্বে ছোঁয়া পাবেন শ্রোতারা।

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, ঈদ আয়োজনে ‘নিজেরে বুঝি না’ গানটির ভিডিও অবমুক্ত করা হবে তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এর পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও আর্ন্তজাতিক সব মিউজিক প্ল্যার্টফর্মে।

আরটিভি/এএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |