ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

থানা হেফাজতে আসামির মৃত্যুতে উত্তাল এফডিসি

আরটিভি অনলাইন ডেস্ক

সোমবার, ২০ জানুয়ারি ২০২০ , ০২:১৩ পিএম


loading/img
ছবি সংগৃহীত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা হেফাজতে এক আসামির রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম আবু বক্কর সিদ্দিক বাবু (৪৫)। ধর্ষণ ও ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেপ্তার বাবু বিএফডিসির ফ্লোর ইনচার্জ ছিলেন।

বিজ্ঞাপন

রোববার ভোরে অচেতন অবস্থায় আবু বক্কর সিদ্দিক বাবু নামে ওই আসামিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার পরিবারের অভিযোগ, থানায় নির্যাতন করে বাবুকে হত্যা করা হয়েছে। যদিও পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে আসামি বাবু।

বিজ্ঞাপন

থানা হেফাজতে বাবুর মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে এফডিসির কর্মকর্তা ও কর্মচারীরা। তারা সহকর্মীর মৃত্যুর সঠিক তদন্ত করে দোষীদের বিচার দাবি করেন। আজ সোমবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় এফডিসির মূল ফটকের সামনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সেখানে উপস্থিত এফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া বলেন, 'আমরা আমাদের সহকর্মীর রহস্যময় মৃত্যুর সুষ্ঠু তদন্ত চাই। সেই দাবিতেই আমরা সবাই এক হয়েছি।'

বর্তমানে এফডিসিতে নিরাপত্তা বজায় রাখতে পুলিশি পাহারা বসানো হয়েছে।

বিজ্ঞাপন

এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |