নেট দুনিয়ার সুফল লাগের পাশাপাশি-এর কুফলও কম নয়। হ্যাকারদের জন্য অনেকের জীবন দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে। আত্মহত্যার মতো ঘটনা হরহামেশাই দেখা যাচ্ছে।
১৯ বছর বয়সী তরুণ রোহন শাহের ইন্টারনেট হ্যাকিং করাই পেশা ও নেশা। রোহন তার চেয়ে বয়সে অনেক বড় হিনা খানের প্রেমে একপ্রকার হাবুডুবু খাচ্ছে। হিনাকে কাছে পেতে সে নাছোড়বান্দা। প্রেয়সীকে কাছে পেতে কোনও কিছু করতেই সে কাউকে পরোয়া করে না। এই তরুণের কাণ্ডকারখানায় হতবাক হিনা খান নিজেও।
কোনোভাবেই হিনাকে রাজি করাতে না পেরে হিনার ব্যক্তিগত কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেয় রোহন। কিন্তু তারপর?
এমন গল্পেই নির্মিত হয়েছে চলচ্চিত্র 'হ্যাকড'। পরিচালনা করেছেন বিক্রম ভাট। এবার প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। আসছে ৭ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে হিনা খান অভিনীত ছবিটি।
এম