ঢাকাশনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

ক্যানসার নিয়েই বিয়ে করছেন হিনা খান!

বিনোদন ডেস্ক, আরটিভি

বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫ , ০৬:০৮ পিএম


loading/img
ছবি: কোলাজ

ক্যানসারের সঙ্গে লড়াই করছেন ভারতীয় অভিনেত্রী হিনা খান। গত ২৮ জুন ক্যানসার ধরা পড়ে তার। জানা যায়, স্তন ক্যানসারের তৃতীয় গ্রেডে আক্রান্ত তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে অসুস্থতার বিষয়টি নিজেই জানিয়েছিলেন হিনা। ইতোমধ্যে চলছে তার চিকিৎসা।

বিজ্ঞাপন

ক্যানসার নিরাময় পেতে কেমোথেরাপি চলছে। এতকিছুর মাঝেও থেমে নেই তিনি।কখনও হেঁটেছেন মার্জার সরণি ধরে, কখনও আবার ফোটোশুটে মেলে ধরেছেন নিজেকে। 

অভিনেত্রীর এই কঠিন সময়ে সর্বক্ষ পাশে রয়েছেন তার প্রেমিক রকি জয়সওয়াল। প্রায় ১৩ বছরের সম্পর্ক তাদের। এবার কি সেই সম্পর্ককে পরিণতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারা! তেমনটাই ইঙ্গিত দিলেন অভিনেত্রী।

বিজ্ঞাপন

hina-khan-boyfriend-1-20250213124641

সম্প্রতি এক রন্ধন প্রতিযোগিতার রিয়্যালিটি অনুষ্ঠানের সেটে রকির সঙ্গে হাজির হন হিনা। সেখানে এমন কায়দায় তাদের আপ্যায়ন করা হয়, যেন তারা বরযাত্রী নিয়ে ঢুকছেন। 

এই প্রতিযোগিতার অন্য সদস্যরা একেবারে বরণ করে সেটে ঢোকান যুগলকে। বিয়ের পর্বে বিশেষ অতিথি হয়ে আসেন রকি-হিনা। এভাবে হাত হাত রেখে অনুষ্ঠানে রকি-হিনাকে ঢুকতে দেখে তাদের বিয়ে নিয়ে আশায় দিন গুনছেন অনুরাগীরা।

বিজ্ঞাপন

২০০৯ সালে ‘ইয়ে রিস্তা ক্যায়া কহেলতা হ্যায়’-এর সেটে দেখা রকি-হিনার। এই ধারাবাহিকের প্রযোজক ছিলেন রকি। কলকাতার ব্যবসায়ী পরিবারের ছেলে রকির সঙ্গে প্রথম ধারাবাহিকেই মন দেওয়া-নেওয়া হয়ে যায় অভিনেত্রীর। তারপর থেকেই একসঙ্গে রয়েছেন তারা। ২০১১ সালে ‘বিগ বস’-এর ঘরে প্রথম বার দেখা যায় রকিকে। তারপর বিভিন্ন জায়গা একসঙ্গে দেখা গেছে দুজনকে। 

hina-khan-boyfriend-2-20250213124625

গত বছর এক সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে অভিনেত্রী জানান, তার কাছে বিয়েটা কেবলই আচার। এই মুহূর্তে ক্যারিয়ারই প্রাধান্য পাচ্ছে দুজনের জীবনে। আগামী দুই বছরের মধ্যে বিয়ের পরিকল্পনার রয়েছে।তবে সেই সাক্ষাৎকারের পরই কঠিন অসুখ ধরা পড়ে হিনার। যে কারণে অভিনেত্রীর ঘণিষ্ঠজনেরা মনে করছেন, অসুস্থতা নিয়েই খুব শিগগিরই প্রেমিককে বিয়ে করে ফেলবেন হিনা খান। 

প্রসঙ্গত, টেলিভিশন ধারাবাহিক ‘ইয়ে রিস্তা ক্যায়া কহলাতা হ্যায়’-এর মাধ্যমে সবার নজর কেড়েছিলেন হিনা। এ ছাড়া বেশ কিছু ওয়েবসিরিজ ও মিউজিক ভিডিওতে কাজ করেছিলেন তিনি।

আরটিভি/এএ 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |