ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

শিল্পার রসগোল্লা প্রীতি

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

সোমবার, ২৭ জানুয়ারি ২০২০ , ০৫:৩৮ পিএম


loading/img
শিল্পা শেঠি

বলিউডের ফিট নায়িকাদের মধ্যে অন্যতম শিল্পা শেঠি। ধারকান খ্যাত নায়িকা সপ্তাহ জুড়ে কঠিন ডায়েটের থাকলেও রোববার খাবারে কোনও বাধা মানেন না । এদিন নানা ধরনের স্বাদ চেখে নেন শিল্পা। 

বিজ্ঞাপন

এই নায়িকার মিষ্টির প্রতি ভালোবাসার কথা বহুবার বলেছেন। রোববার ইনস্টাগ্রামে আবারও একটি ভিডিও শেয়ার করলেন অভিনেত্রী। সেখানে দেখা যায়, এক বাটি ভর্তি বড় বড় রসগোল্লা নিয়ে বসে রয়েছেন নায়িকা। তার মধ্যে থেকে একটি রসগোল্লা চামচে তুলে রস চিপে গপ গপ করে খেয়ে ফেললেন যোগাসনে আসক্ত শিল্পা। খবর জি-নিউজের।

শিল্পা জানালেন, গরম গরম রসগোল্লা খাওয়ার মজাই আলাদা। ভিডিওটি নিমেষে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে সাব্বির খানের নতুন ছবি ‘নিকম্মা’র শুটিং করছেন শিল্পা। ৪৪ বছরের অভিনেত্রী গিয়েছেন লখনৌতে। সেখানে সুতির শাড়ি পরে ১৫ ডিগ্রি ঠান্ডার মধ্যে বসে থেকে রীতিমতো জমে গিয়েছেন। অথচ শুটিং ইউনিটের সকলেই পরে রয়েছেন নানা শীত-পোশাক।

এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |