ঢাকাশনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

তাহসানের ভক্তের অবাক কাণ্ড, আঁকলেন ৭২০০টি ছবি

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২০ , ০৩:০৬ পিএম


loading/img
রাকিবের আঁকা ছবিতে তাহসান

গায়ক-নায়ক তাহসান খান। দেশ-বিদেশে অসংখ্য ভক্ত তার। এবার তাহসানের এক পাগল ভক্তের খোঁজ মিললো। ওই ভক্তের নাম রাকিব সানকে। তার পৈতৃক বাড়ি ঢাকার কামরাঙ্গীর চরে। তবে জন্ম জার্মানিতে সেখানেই বসবাস করেন তিনি। এই ভক্ত এক বছরে নিজে হাতে তাহসানের ৭ হাজার ২০০টি ছবি আঁকলেন।

বিজ্ঞাপন

ওই ভক্ত বলেন, গত এক বছরে তাহসানের ৭ হাজার ২০০টি ছবি এঁকেছি। ‘অভিমান আমার’ অ্যালবামের পোস্টার এঁকে ফেসবুকে পোস্ট করার পর তাহসান ভাই কারও মাধ্যমে দেখতে পান। এরপর নিজের ফেসবুক পেজেও শেয়ার করেন, যা আমাকে উৎসাহ জোগায়।

তিনি জানান, একটি ছবি আঁকতে তার ১০ থেকে ২০ মিনিট লাগে। এমনও দিন গেছে, ৫০টি ছবি এঁকেছেন। এসব ছবি সংগ্রহের পাশাপাশি ফেসবুকেও শেয়ার করেন তিনি।

বিজ্ঞাপন

বর্তমানে রাকিব সানকে এক মাস ধরে ক্যানভাসের ওপর পাথর দিয়ে তাহসানের ছবি আঁকছেন। এছাড়া ২২০টি ছবির একটি অ্যালবাম করছেন। এগুলো তাহসানের হাতে তুলে দিতে চান তিনি।

এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |