• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

মালাইকাকে 'লজ্জাহীন মহিলা' বলে কটাক্ষ

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৪
মালাইকা অরোরা
মালাইকা অরোরা

বলিউডের পরিচিত মুখ মালাইকা অরোরা। মিস ডিভা ২০২০ সালে হাজির হয়ে যেন সবার নজরে চলে আসেন।

হলুদ রঙের ফ্লোরাল গাউন পরে ক্যামেরার সমানে হাজির হলে ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠতে শুরু করে। হলুদ রঙের গাউন পরা মালাইকাকে দেখে যেমন জোর আলোচনা শুরু হয়ে যায়, তেমনি তাকে কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনরা।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, কেউ কেউ তাকে 'লজ্জাহীন মহিলা' বলে কটাক্ষ করতে শুরু করেন। কেউ আবার বলেন,, 'শরীরের গোপনাঙ্গ এভাবে সব সময় দেখানোর কী আছে'!

কেউ বলতে শুরু করেন, 'লাজলজ্জা কি সব বিক্রি করে দিয়েছেন মালাইকা'! 'পোশাক পরে শরীর ঢাকতে বুড়ির লজ্জা করছে'। 'মালাইকা বাজে পোশাক পরেছেন' বলেও কেউ কেউ আক্রমণ করতে শুরু করেন তাকে। 'বুড়ো বয়সে সবার নজরে আসার জন্য মালাইকা এই ধরনের পোশাক বেছে নিচ্ছেন' বলেও আক্রমণ করা হয়।

সম্প্রতি গোয়ায় গিয়ে প্রেমিক অর্জুন কাপুরের সঙ্গে নতুন বছর শুরু করেন মালাইকা অরোরা। বাবা, মা বোন এবং মালাইকার পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা যায় অর্জুনকে।

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার ছাদ ভেঙে আহত অর্জুন কাপুরসহ ৬ জন
কেন বলিউড ছাড়ছেন অনুরাগ কাশ্যপ
বলিউডের আলোচিত যত বিয়ে
নেচে মঞ্চ মাতিয়ে কটাক্ষের শিকার, মুখ খুললেন জেফার