• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

আলী ফজলকে বিয়ে করছেন রিচা চাড্ডা

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৭
বলিউড, রিচা চাড্ডা, আলী ফজল, বিয়ে
রিচা চাড্ডা ও আলী ফজল।

বলিউডের অন্য ধারার অভিনেত্রী রিচা চাড্ডা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। পাত্র অভিনেতা-মডেল আলী ফজল।

শোনা যাচ্ছে, বলিউডের এই তারকা জুটি মালদ্বীপের সমুদ্র সৈকতে অথবা বিলাসবহুল কোনও জাহাজে সাতপাকে বাঁধা পড়বেন। অন্য একটি খবর বলছে, ১৫ এপ্রিল বিয়ে করবেন রিচা, ১৮ এপ্রিল লক্ষ্ণৌতে রিসেপশন হবে। তারপর ২০ তারিখ মুম্বাইতে গ্র্যান্ড রিসেপশন।

তবে আলী ফজল এবং রিচা চাড্ডার বিয়ের আসর কোথায় বসবে, তা নিয়ে ভারতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলেও এ বিষয়ে দুই তারকার পক্ষ থেকে কোনও বার্তা পাওয়া যায়নি।

সম্প্রতি অভিনেত্রী রিচার এক পোস্ট ঘিরে জল্পনা আরও বেড়ে গেছে। রিচার একটি ছবিতে কমেন্ট করেন হলিউড অভিনেত্রী ফ্রিডা পিন্টো। সেই মন্তব্যের উত্তরে এপ্রিল মাসে ফ্রিডা পিন্টোকে মুম্বাইতে আসার আমন্ত্রণ জানান রিচা চাড্ডা।

মাসান, গ্যাংস অব ওয়াসেপুর, ফুকরে রিটার্নস, রামলীলা, সরবজিত-এর মতো একাধিক অভিনয় করেছেন রিচা।

উল্লেখ্য, ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ফুকরে’ ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা যায় আলী ফজল ও রিচাকে। ছবির শুটিং চলাকালীন তাদের মধ্যে বন্ধুত্ব গাঢ় হয়। রিচার পছন্দ-অপছন্দের সঙ্গে অনেক মিল রয়েছে আলীর। তাছাড়া দু’জনের বন্ধু সার্কেলও এক। ৭৪তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে ভিক্টোরিয়া ও আব্দুল ছবির প্রিমিয়ারে প্রথম দু’জনকে একসঙ্গে দেখা যায়। তারপর আর কারও বুঝতে বাকি থাকেনি! সেই প্রেমেরই পরিণতি এবার পরিণয়ের পথে।

জিএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিয়ের আয়োজনে লাগবে না টাকা, কক্সবাজারে ফ্রি হানিমুন
বিয়ে প্রসঙ্গে যা বললেন জয়া আহসান
এবার তাহসানের বিয়ে নিয়ে মুখ খুললেন জয়
বিয়ে নিয়ে সমালোচনা ও নতুন স্ত্রীকে নিয়ে যা বললেন তাহসান