তখন আমি দশম শ্রেণিতে পড়ি, তো একদিন সব বন্ধুরা আমার কাছে ছুটে এলো। তারা বলছিল, খুব সুন্দর একজন নায়ক আসবেন স্কুলে, ‘লালটিপ’র নায়ক। সবার কপালে লাল টিপ পরিয়ে দেবেন সে এবং একটা করে গোলাপও দেবেন। তখন আমি খুব খুশি ছিলাম, ইমন আসবে তাকে সামনা সামনি দেখবো। সেই ইমনের সঙ্গে আমি এখন ‘ব্লাড’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছি। নিজেকে খুব ভাগ্যবতী মনে করছি।
চিত্রনায়ক ইমন প্রসঙ্গে নিজের ছবির মহরতে এভাবেই বলছিলেন ঢাকাই ছবির বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি।
ব্লাড ছবিতে নায়ক ইমনের বিপরীতে জুটি বেঁধে অভিনয় করবেন মাহি। পরিচালনায় রয়েছেন ওয়াজেদ আলী সুমন। গতকাল রোববার এফডিসিতে ছবির মহরত অনুষ্ঠিত হয়।
অ্যাকশন থ্রিলার ‘ব্লাড’ ছবির গল্প লিখেছেন দেলোয়ার হোসেন দিল। এ মাসের মাঝামাঝি সময়ে ছবিটির শুটিং শুরু হবে। গল্পে মাহিকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। খল এবং নায়িকা দুই চরিত্রেই থাকছেন মাহি।
মহরত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভিনেতা ও সাংসদ আকবর হোসেন পাঠান ফারুক। বিশেষ অতিথি নির্মাতা জাকির হোসেন রাজু, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এম