অবশেষে আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া নিজেই জানালেন তার বলিউডে অভিনয়ের যে খবর ছড়ানো হয়েছে তা সত্য নয়।
এ ব্যাপারে ফারিয়া গণমাধ্যমে বলেন, ‘মুম্বাইতে গিয়েছিলাম নিজের একটা লুক সেট করতে। তবে সেটি কোনও সিনেমার লুক নয়। অথচ খবর ছড়িয়েছে আমি বলিউডের সিনেমাতে অভিনয় করছি। সেটার লুক দিতেই মুম্বাইতে। আসলে খবরটি সত্যি নয়।’
তিনি আরও বলেন, ‘মুম্বাইতে কোনও ছবির জন্য যায়নি। আর সেখানে যে কাজের জন্য গিয়েছি সেটা কোনও সিনেমার না। ভিন্ন একটা কাজে গিয়েছিলাম। আর শুধু বলিউডের সিনেমার মিটিং আর লুক সেটের জন্য তো মানুষ মুম্বাই যায়না! অন্য কাজেও তো যায়।’
নুসরাত ফারিয়া অভিনীত সিনেমার মধ্যে রয়েছে আশিকী, হিরো ৪২০, বাদশা-দ্য ডন, প্রেমী ও প্রেমী, ধ্যাততেরিকি, বস ২, ইন্সপেক্টর নটি কে, শাহেনশাহ।
এম