করোনা তহবিলে বাহুবলির চার কোটি রুপি দান, এগিয়েছেন অন্য তারকারাও!
করোনা মোকাবিলায় ভারতে চলছে লকডাউ। মানুষ ঘরবন্দি। প্রতিদিন বেড়ে চলছে COVID19 আক্রান্তের সংখ্যা। মৃতের সংখ্যাও বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র লকডাউনে কাজ হবে না। করোনা ঠেকাতে স্বাস্থ্যখাতে বিপুল বিনিয়োগ চাই।
এই পরিস্থিতিতে এগিয়ে গেলেন ভারতের দক্ষিণি ছবির সুপারস্টারেরা। দু'হাত খুলে দান করলেন অনেকেই।
দানের তালিকায় দক্ষিণি তারকাদের মধ্যে এখনও পর্যন্ত সবচেয়ে এগিয়ে 'বাহুবলীখ্যাত প্রভাস। করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৩ কোটি রুপি দিয়েছেন। এছাড়া তেলেঙ্গানা ও অন্ধ্র সরকারকেও এক কোটি রুপি দিয়েছেন। ইউরোপ থেকে ফিরে আপাতত স্বেচ্ছায় গৃহবন্দি 'বাহুবলী'।
পিছিয়ে নেই অন্য দক্ষিণি তারকারাও। পবন কল্যাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি রুপি দান করেছেন। এছাড়া দুই তেলগু রাজ্যের মুখ্য়মন্ত্রীদের তহবিলেও এক কোটি রুপি দিয়েছেন তিনি। করোনার বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে এসেছেন আরেক সুপারস্টার মহেশ বাবুও। অন্ধ্র ও তেলেঙ্গানার মুখযমন্ত্রীদের ত্রাণ তহবিলে ১ কোটি রুপি দান করেছেন তিনি।
অন্ধ্র ও তেলেঙ্গানার পাশাপাশি কেরলেরও পাশে দাঁড়িয়েছেন অল্লু আর্জুন। তিন রাজ্যের মুখ্যমন্ত্রীর তহবিলে মোট ১ কোটি ২৫ লাখ রুপি দান করেছেন তিনি। এছাড়া নিজদের অবস্থান থেকে এগিয়ে এসেছেন অন্যান্য তারকারাও।
জিএ
মন্তব্য করুন