রাস্তায় জনমানব শূন্য। করোনার কারণের বেশি ভাগ মানুষ ঘরেবন্দি জীবনযাপন করছেন। এদিকে শহরের কুকুররা পড়েছে বিরাট খাদ্য সমস্যায়। তাদের পেটে খাবার নেই। মডেল নায়লা নাঈম এই সকল প্রাণীদের বেশ কদিন ধরেই খাবার বিলিয়ে যাচ্ছেন।
বিজ্ঞাপন
এবার রাস্তার কুকুরদের পাশে দেখা গেল দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে। লকডাউনের সময় কোয়ারেন্টিন থেকে বেরিয়ে এসে কুকুরগুলোর পাশে দাঁড়িয়েছেন তিনি।
বিজ্ঞাপন
জানা গেছে, গত ২৭ মার্চ থেকে টানা কয়েকদিন নিজ হাতে ভাত ও মুরগির তরকারি রান্না করে রাস্তায় নেমে আসেন জয়া আহসান। মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরে ঢাকার দিলুরোড, ইস্কাটন গার্ডেন ও মগবাজার এলাকায় ঘুরে বেড়ানো ২৫-৩০টি কুকুরের মুখে খাবার তুলে দেন তিনি।
এম