ভারতে করোনাভাইরাসের সংক্রমণ দিনকে দিন বাড়ছে। এদিকে লকডাউনের কারণে সাধারণ মানুষ বিপাকে পড়েছেন। অভিনেত্রী রাকুলপ্রীত সিং লকডাউনে আশেপাশের দুস্থ মানুষ যেন না খেয়ে থাকে সেই উদ্যোগই নিলেন।
ভারতীয় গণমাধ্যমের খবর, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আগেই অর্থসহায্য করেছিলেন তিনি। কিন্তু, অনেকের কাছেই এই পরিস্থিতিতে রেশন ফুরিয়েছে। বাড়িতে নেই চাল, ডাল। এমনকী কারও কাছে আবার অত্যাবশকীয় সামগ্রী ক্রয় করার মতো টাকাও নেই। সেই মানুষগুলোর জন্যই উদ্বেগ প্রকাশ করে ব্যক্তিগতভাবে এগিয়ে এলেন রাকুলপ্রীত সিং।
লকডাউনের জেরে তিনি আপাতত গুরুগাঁওয়ে নিজের বাড়িতেই রয়েছেন। সেই এলাকারই বসতির বাসিন্দাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলিউড অভিনেত্রী।
রোজ প্রায় ২০০ মানুষকে দু’বেলা খাওয়ানোর দায়িত্ব নিয়েছেন রাকুল। অভিনেত্রীর বাড়িতেই চলছে যাবতীয় কাজ। সেখানেই রান্না হচ্ছে। আর রাকুলপ্রীতের বাড়ির অস্থায়ী রান্না ঘর থেকেই প্রতিদিন ২০০ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে খাবার। আসছে ১৪ এপ্রিল পর্যন্ত রোজ সেখানে খাবার পৌঁছে দেবেন বলে জানান তিনি।
এম