করোনায় ভক্তদের পাশেই শ্রেয়া ঘোষাল
লকডাউনের জন্য রেকর্ডিং থেকে শুরু করে কনসার্ট সব কিছুই বন্ধ। কিন্তু তাই বলে ঘরে চুপ বসে নেই ভারতের অন্যতম সেরা গায়িকা শ্রেয়া ঘোষাল।
ভক্তদের গান শোনানোর জন্য সোশ্যাল মিডিয়াকে বেছে নিলেন গায়িকা। এখন সোশ্যাল মিডিয়াতেই লাইভ শো করছেন তিনি। সেখানে ভক্তদের পছন্দেই গান শোনাচ্ছেন তিনি। এছাড়া শ্রেয়া দর্শকের নানা প্রশ্নের জবাবও দিচ্ছেন।
নিজের ইউটিউব চ্যানেলে কয়েকদিন পর পর লাইভ গান শোনাতে চান জনপ্রিয় এই গায়িকা। কিছুদিন আগেই শ্রেয়ার নতুন গান ‘না ও ম্যায়’ মুক্তি পেয়েছে। সেই গানের মিউজিক ভিডিও শুটিংয়ের বেশ কিছু দৃশ্য তিনি তুলে ধরেন তার সোশ্যাল মিডিয়ায়।
এই লকডাউনে তিনি কীভাবে সময় কাটাচ্ছেন? এক ভক্তের প্রশ্নে শ্রেয়া জানান, ‘গান রয়েছে। গান গেয়ে সময় কেটে যায়। বাড়ি থেকে বাইরে যাচ্ছি না। ফলে রেওয়াজ করার আরও অনেক বেশি সময় পাচ্ছি। এ ছাড়া নানা রকম খাবার রান্না করছি। জিম করছি বাড়িতে যতটা সম্ভব। এভাবেই আমার সময় কাটছে’।
শ্রেয়া ভক্তদের অনুরোধ করেন ঘরে থাকার জন্য। সামাজিক দূরত্ব বজায় রেখেই কেবল করোনা সংকট দূর করা সম্ভব বলে জানান গায়িকা।
এম
মন্তব্য করুন