ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

টনি ডায়েজের আবেগঘন ভিডিও বার্তা (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

সোমবার, ১৩ এপ্রিল ২০২০ , ০৬:১৮ পিএম


loading/img
টনি ডায়েস

টিভি নাটকের এক সময়ের জনপ্রিয় অভিনেতা টনি ডায়েস। স্ত্রী প্রিয়া ডায়েস ও মেয়েকে নিয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাস করছেন তিনি। সেখানে করোনাভাইরাসের কারণে লাশের মিছিল চলছে।  

বিজ্ঞাপন

শহরটির ১ লাখ ৬০ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত। যা পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় সর্বোচ্চ।

সেখান থেকে ভিডিও বার্তায় টনি বলেন, করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে আমাদের জিততেই হবে। ইতিহাসে দেখেছি, সবসময় মানবতারই জয় হয়েছে। এই যুদ্ধে জিততে চাইলে আমাদের ঘরে থাকতে হবে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সপ্তাহের পর সপ্তাহ ধরে ঘরবন্দি দশায় দিন কাটছে মানুষের।

বিজ্ঞাপন

এই সময়ে অনেকে বিরক্ত হতে পারেন। কিন্তু এই সময়টায় নানা কাজে ব্যস্ত থাকতে হবে। বিশেষ করে নিজের মানসিক অবস্থার বিষয়ে নজর দিতে হবে। ইউটিউবে মোটিভেশনাল ভিডিও দেখতে হবে। পাশাপাশি বই পড়ে কিংবা সিনেমা দেখেও সময় কাটাতে পারেন। আর যারা ফটোগ্রাফি কিংবা ভিডিও সম্পাদনাসহ অন্যান্য সৃজনশীল কাজ করতে পছন্দ করেন তারা এই গৃহবন্দি সময়ে নিজেদের ঝালিয়ে নিতে পারেন।

পুরো ভিডিওটি নিচে পাঠকদের জন্য তুলে ধরা হলো।

বিজ্ঞাপন

এম

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |