• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

সোনু নিগমকে গ্রেপ্তারের দাবি

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ এপ্রিল ২০২০, ১২:২০
সোনু নিগম
সোনু নিগম

ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সোনু নিগমকে গ্রেপ্তারের দাবি উঠেছে সোশ্যাল মিডিয়ায়। লকডাউনের কারণে বর্তমানে দুইবাইতে পরিবারসহ আটকে রয়েছেন তিনি।

হঠাৎ কেন গ্রেপ্তারের দাবি তোলা হচ্ছে সোনুর বিরুদ্ধে? এই ঘটনার সূত্রপাত বছর ৩ আগে, ২০১৭ সালে। যা সোনু নিজেই করেছিলেন। মাইকে আজান নিয়ে টুইটারে সরব হয়েছিলেন তিনি। ভোরবেলা মাইক বাজিয়ে আজানের বিরোধিতা করে সেসময় সোনু টুইট করেছিলেন, ‘জোর করে এভাবে ধর্মের শব্দ ঘোষণা এ দেশে কবে বন্ধ হবে? মিনিট পাঁচেক পরের এক টুইটে লিখেছিলেন, 'মুহম্মাদ যখন ইসলাম সৃষ্টি করেন, তখন তো বিদ্যুৎ ছিল না। তা হলে এখন এই চিতকার-চ্যাঁচামেচি কেন সহ্য করতে হবে?’

ভারতীয় গণমাধ্যমের খবর, সেই পুরোনো টুইটের প্রসঙ্গ তুলে সোশ্যাল মিডিয়ায় সোনুকে নেটিজেনদের প্রশ্ন, তিনি এখন দুবাইয়ে রয়েছেন। দুবাই মুসলিম প্রধান দেশ। সেখানে তো তাকে রোজ আজান শুনতে হচ্ছে। এখন কেন বিরোধিতা করছেন না সোনু? অনেকে আবার সোনুর পুরোনো টুইটের স্ক্রিনশট দুবাই পুলিশকে ট্যাগ করছেন। এবং দুবাই পুলিশের কাছে তারা আবেদন জানাচ্ছেন, সোনুকে গ্রেপ্তার করা হোক৷

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিশার মৃত্যুতে অঝোরে কাঁদলেন সোনু নিগম
আশা ভোঁসলের পা ধুয়ে সম্মান প্রদর্শন, প্রশংসায় ভাসছেন সোনু নিগম