পশ্চিমবঙ্গের বসিরহাটে লকডাউন ভেঙে একটি শর্ট ফিল্মের শুটিংকে কেন্দ্র করে লঙ্কাকাণ্ড ঘটেছে। কলকাতার থেকে ওই শুটিং ইউনিট গ্রামে কাজের জন্য যায়।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, গেল শনিবার টালিগঞ্জ এলাকা থেকে ২৫ জনের একটি দল বসিরহাটের গুলাইচন্ডি গ্রামে যায়। ‘রক্ত খাদক’ নামে একটি শর্ট ফিল্মের শুটিং করার জন্য ওই গ্রামে ১ সপ্তাহ থাকার কথা ছিল তাদের।
এদিকে রোববার রাতে শুটিং শুরু হওয়ার কথা থাকলেও ঝড়বৃষ্টির জন্য হয়নি। পরদিন সকালে গ্রামের আমবাগান নামের একটি জায়গায় শুটিং শুরু হয়। এ সময় গ্রামের লোকজন সেখানে হাজির হতে থাকে। পরিচালক ‘অ্যাকশন’ বলার সঙ্গে সঙ্গেই বাগানে হাঁটতে শুরু করেন এক অভিনেত্রী।
হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই জনতা তাড়া করে। এ সময় ইউনিটের যে যেদিকে পারেন ছুঁটতে লাগেন। কয়েকটি বাড়ির দরজা খোলা পেয়ে কেউ শৌচাগারে, কেউ চিলেকোঠায় লুকিয়ে পড়েন। শেষ পর্যন্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
শর্ট ফিল্মের পরিচালকসহ ২৫ জনকে নিয়ম অমান্য করে শুটিং করায় গ্রেপ্তার করেছে পুলিশ। শুধু তাই নয়, বাড়ি ভাড়া দেওয়ার অপরাধে গ্রামের দুই বাসিন্দাও গ্রেপ্তার হয়েছেন।
এম