মহামারি করোনার কারণে দীর্ঘদিন পশ্চিমবঙ্গের সিরিয়ালের শুটিং বন্ধ ছিল। কিন্তু আর কতদিনই বা বন্ধ থাকবে কাজ। তাইতো লকডাউন শিথিল হতেই সরকার সিরিয়ালের শুটিং করার অনুমতি দিয়েছেন।
এদিকে করোনার এই সময়ে স্বাভাবিকভাবে শুটিং করার কোনো সুযোগ নেই। কখন কে আক্রান্ত হয়ে যায় বলা কঠিন। তাইতো শুটিংয়ে মাস্ক এবং বাকি সর্তকতা মানতেই হবে।
ভারতীয় গণমাধ্যমের খবর, এরই মধ্যে ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের শুটিং শুরু হয়েছে। লকডাউনের আগেই দেখা গিয়েছিল এই সিরিয়ালের নায়িকা শ্যামা মারা গিয়েছে। তার পরিবর্তে একদম তার মতোই দেখতে আর একটি মেয়ে মাম এসেছে।
এই মামকেও ভালোবেসে ফেলছিল নিখিল। শুটিং শুরু হতেই দেখা যাচ্ছে নতুন শ্যামার মাথায় সিঁদূর। তবে কি এই মেয়ের সঙ্গেও নিখিলের বিয়ে হলো? যদিও তা জানা যাবে আর কয়েকদিনের মধ্যেই।
শুটিংয়ের ছবি শেয়ার করেছেন নীল ভট্টাচার্য ও টালিউডের অন্য অভিনেতারাও। কিভাবে তারা শুটিং করছেন তার একটা ছবি তুলে ধরেছেন সবার সামনে।
এছাড়া রানি রাসমণি সিরিয়ালেও মাস্ক পরেই কাজ চলছে। তবে কি এবার সিরিয়ালে অনস্ক্রিনে সবাই মাস্ক পরেই কাজ করবেন?
এম