• ঢাকা শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১
logo

আত্মহত্যা করতে চেয়েছিলাম: পার্নো মিত্র

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ জুন ২০২০, ১৭:৫৮
Wanted to commit suicide: Parno Mitra
ছবি সংগৃহীত

কলকাতার বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্র। রোববার (১৪ জুন) আত্নহত্যা করেছেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। এই ঘটনায় মুখ খুললেন পার্নো মিত্র।

এই অভিনেত্রী নিজের অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, মানসিক স্বাস্থ্য নিয়ে ভেবেছেন কখনো? ...ওটা সবচেয়ে জরুরি!! আমিও আত্মহত্যাপ্রবণ ছিলাম এবং ভেবেওছিলাম কয়েকবার এই মানসিক অবসাদ থেকেই...কিন্তু ফিরে এসেছি।

পার্নো মিত্র আরও লিখেছেন, তা বলে ব্যাথাটা এতটা সহজে চলে যায়না সেই কারণে আমরা আস্তে আস্তে নিজেদের একটা খোলসের মধ্যে ঢুকিয়ে ফেলি যেটা সহজে ভেঙে ফেলা যায়না। এবং এটা শুনতে সহজ হলেও সব সময় সবার সাথে মন খুলে কথা শেয়ার করা যায়না তাই অবশেষে এই অবসাদটা এক সময় আমাদেরই অংশ হয়ে ভিতরে থেকে যায়। ...আমি চাই, যে কেউ এই সমস্যায় ভুগছেন তাঁরা যেন সাহায্য চান।

আমি প্রতিদিনই এই লড়াই লড়েছি, লড়ছি। এই লড়াইটা খুব সহজ নয়। কিন্তু আমার পাশে আমার পরিবার, বন্ধুরা সবাই রয়েছে। আমার চিকিৎসকরা আমাকে খুব সাহায্য করেন। দয়া করে মানসিক অবসাদের বিষয়টি একটি সোশ্যাল মিডিয়া ট্রেন্ড হিসাবে দেখবেন না। এগিয়ে আসুন ও আপনার ভালোবাসার মানুষদের প্রতি সাহায্য পৌঁছে দিন।

উল্লেখ্য, পার্নো অভিনীত খেলা, মোহনা, বউ কথা কউ, সময়, কোড়া পাখি ধারাবাহিকগুলো দারুণ জনপ্রিয়তা পায়। এরপর চলচ্চিত্র অভিনয়ে ঝুঁকে পড়েন তিনি। তার অভিনীত ছবিগুলো হলো রঞ্জনা আমি আর আসব না, বেডরুম, কয়েকটি মেয়ের গল্প, একলা আকাশ,মাছ মিষ্টি অ্যান্ড মোর, আমি আর আমার গার্লফ্রেন্ডস, রাজকাহিনী, সাহেব বিবি গোলাম, The Bongs Again, ডুব।

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অপছন্দের খাবার খেতে বাধ্য করতেন প্রেমিক, পাইলটের ‘আত্মহত্যা’
টেস্ট পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা
ছেলের মুখে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার কথা শুনে মায়ের আত্মহত্যা
হাসপাতালের ভবন থেকে লাফিয়ে পড়ে যুবকের আত্মহত্যা