• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

মাকে লেখা সুশান্তের আবেগঘন চিঠি

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ জুন ২০২০, ১২:৫০
Written in the letter - I was as long as you were
সুশান্ত সিং রাজপুত ও তার চিঠি।

গেল ১৪ জুন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত মারা গেছেন। তার আত্মহত্যার পর একের পর এক তথ্য সামনে আসছে। আবেগ, কষ্ট ও বেদনার সে সব ঘটনা জানতে পেরে হয়তো নীরবে কাঁদছেন কোনো কোনো ভক্ত। সুশান্তের লেখায় কখনও তার চিন্তাভাবনা, কখনও মায়ের জন্য তার বুকে চাপা কষ্ট, বারবার উঠে আসছে। মাকে লেখা সুশান্ত সিং রাজপুতের পুরনো একটি চিঠি নতুন করে ভাইরাল হয়েছে।

সুশান্তের মা নেই। তবে মায়ের স্মৃতিতে চিঠিটি লিখেছিলেন সুশান্ত। চিঠিটিতে লেখা- যতদিন তুমি ছিলে ততদিন আমি ছিলাম। তারপর আমি শুধু বেঁচে থাকি তোমার স্মৃতিতে। একমাত্র এখানেই সময় স্থিতিশীল। ছায়ার মতো যেন। এই স্মৃতিটুকু সুন্দর এবং চিরকালীন।

সুশান্ত আরও লেখেন- আমায় তুমি কথা দিয়েছিলে তোমার কি মনে পড়ে, আমায় ছেড়ে কোথায় যাবে না? আর আমি তোমায় কথা দিয়েছিলাম যাই হোক না কেন আমি হাসবো। আমরা দু'জনেই কথা রাখতে পারলাম না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেষ পোস্টটিও ছিল মাকে ঘিরেই। ৩ জুন সুশান্ত মায়ের সঙ্গে নিজের ছবি শেয়ার করে লিখেছিলেন, ধূসর অতীত আমার চোখের পানি শুকিয়ে দিয়েছে। একদিকে অপূর্ণ স্বপ্ন আর অন্য দিকে মুখের কোণে লেগে থাকা একটু হাসি, এই দুইয়ের মধ্যে বোঝাপড়াতেই কেটে যাচ্ছে ক্ষণস্থায়ী এই জীবন।

আরও পড়ুন :

জিএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জ্যাকলিনের জন্য জেলে বসেই ট্রাম্পকে চিঠি দিলেন সুকেশ
হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির পদক্ষেপ নিতে আইজিপিকে চিঠি
নির্বাচন ব্যবস্থা সংস্কারে মতামত চেয়ে বিএনপি-জামায়াতসহ ২২ দলকে চিঠি
সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ড. ইউনূসকে সিপিজের চিঠি