ঢাকাসোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

প্রতীক হাসানের নতুন গান

শনিবার, ২৭ জুন ২০২০ , ০৪:৪৯ পিএম


loading/img
ছবি সংগৃহীত

অকাল প্রয়াত জনপ্রিয় কণ্ঠশিল্পী খালিদ হাসান মিলুর বড় ছেলে প্রতীক হাসান। বাবার মতোই সুরেলা মিষ্টি গায়কী তার। এরই মধ্যে বেশ কিছু গান দিয়ে তৈরি করে নিয়েছেন গ্রহণযোগ্যতা।

বিজ্ঞাপন

অডিও গানের পাশাপাশি প্রতীক গান করেছেন চলচ্চিত্র ও নাটকে। সাফল্যের পথচলায় এবার তিনি আদিবাসী মিজান পরিচালিত সাত পর্বের ধারাবাহিক ‘মেষরাশি’ ও  একক ‘নো চিন্তা ডু ফুর্তি’ নাটকের টাইটেল গানে কন্ঠ দিয়েছেন। বৃহস্পতিবার (২৬ জুন)  গান দুটির রেকর্ডিং হয়েছে।

গীতিকার শোয়েব চৌধুরীর কথায় ‘মেষরাশি’ গানের সুর করেছেন রাকিব আহমেদ ও ‘নো চিন্তা ডু ফুর্তি’ নাটকের কথা ও সুর করেছেন শোয়েব চৌধুরী। গান দুটির সঙ্গীত আয়োজন করেছেন রানা আকন্দ। এরইমধ্যে নাটক দুটির দৃশ্য ধারণ শেষ হয়েছে। আসছে ঈদে বেসরকারি চ্যানেলে নাটক দুটি প্রচার হবে।

বিজ্ঞাপন

এ ব্যাপারে প্রতীক হাসান বলেন, ‘দীর্ঘ দিন ধরে ঘরবন্দি। লকডাউনের কারণে নতুন কোনো গানে কন্ঠ দেওয়া হয়নি। তবে আসছে ঈদের দুটি নাটকের গানের জন্য প্রস্তাব পাই। গানের কথাগুলো অসম্ভব ভালো লেগেছে। ভালোলাগা থেকে গান দুটি করা। স্বাস্থ্যবিধি মেনে কাজটি হয়েছে।’

এম  

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |