ঢাকামঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

নতুন গান নিয়ে হাজির হচ্ছেন আর্নিক

আরটিভি নিউজ

শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ , ১২:১৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন পর আসছে অনন‍্য কণ্ঠের অধিকারী, এ সময়ের শিল্পী আর্নিকের নতুন গান। আদিব কবিরের সুরে, কাশতান হাবিবের কথায়, ধ্রুব মিউজিক স্টেশন এর ব‍্যানারে প্রকাশিত হচ্ছে ‘করিনা টিকটক’ শিরোনামের গানটি। গানটিতে আরও আছেন এ সময়ের আলোচিত র‍্যাপার রিজান। 

বিজ্ঞাপন

গানটি প্রকাশিত হচ্ছে মিউজিক ভিডিওসহ। টিকটকের জনপ্রিয়তার কথা মাথায় রেখে পপ ধাঁচের এ গানটির চিত্রায়নে মডেল হয়েছে বর্তমানে টিকটকের সুপারস্টার আনফি সিনহা। ভিডিওটি নির্মাণ করেছেন সোহেল রাজ। এ গানটির সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন জুয়েল মোর্শেদ। গানটি নিয়ে শিল্পীরা সবাই বেশ আশাবাদী। 

২৮মার্চ গানটি প্রকাশিত হবে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে। সেই সাথে টিকটক, স্পটিফাই, ইউটিউব মিউজিক, এ‍্যাপেল মিউজিকসহ আরও ১৫০ টিরও বেশি অনলাইন স্ট্রিমিং সাইটে পাওয়া যাবে গানটি। পৃথিবীর যে কোনো প্রান্তে বসে মানুষ গানটি উপভোগ করতে পারবে। বর্তমান সময়ে পৃথিবীব‍্যাপী টিকটকের জনপ্রিয়তা শীর্ষে রয়েছে। সেই ভাবনা থেকেই গানটি তৈরী করা এবং সবার আশা ২০২৫ এর সফল একটা গান হবে ‘করিনা টিকটক’।

বিজ্ঞাপন

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |