ঢাকাশুক্রবার, ৩০ মে ২০২৫, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩২

পরিবারসহ করোনায় আক্রান্ত কোয়েল মল্লিক কেমন আছেন?

বিনোদন ডেস্ক

শনিবার, ১১ জুলাই ২০২০ , ০৬:২৪ পিএম


loading/img
ফাইল ছবি

হ্যাঁ বাবা-মা, আমি ও আমার স্বামী নিসপাল সিং করোনা আক্রান্ত। নিজেই টুইট করে জানিয়েছিলেন কলকাতার জনপ্রিয় চিত্রনায়িকা কোয়েল মল্লিক।

বিজ্ঞাপন

এমন খবরের পর কোয়েলের বাবা খ্যাতিমান অভিনেতা রঞ্জিত মল্লিকের স্বাস্থ্য নিয়েও উদ্বিগ্ন হয়ে পড়েন। এছাড়া সদ্য মা হয়েছেন কোয়েল। বাড়িতে রয়েছে তাদের আড়াই মাসের সন্তান। সবমিলে মল্লিক পরিবারে করোনার হানার খবরে উদ্বিগ্ন টালিপাড়ার তারকা থেকে শুরু করে ভক্তরা।

এদিকে রঞ্জিত মল্লিক জানান, ‘একদম সুস্থ রয়েছি আমরা। চিন্তার কোনো কারণ নেই। করোনা হলেই যে ভয় পেতে হবে, তেমনটা নয়। তবে এই সময় সচেতন থাকা খুব জরুরি। চিকিৎসকের পরামর্শ মতো সব নিয়ম মেনে চলতে হবে। মনের জোরটাই আসল। অকারণ ভয় পেলে হবে না। আমি ১০০ শতাংশ নিশ্চিত যে আমরা সকলেই সুস্থ হয়ে যাবো।

বিজ্ঞাপন

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, এই মুহূর্তে কোয়েল বালিগঞ্জের বাড়িতেই কোয়ারেন্টিনে রয়েছেন। তাদের সন্তানের রিপোর্ট নেগেটিভ এসেছে এবং সে পুরোপুরি সুস্থ। আপাতত তার মা-বাবা অর্থাৎ কোয়েলের শ্বশুর-শাশুড়িই তাদের আদুরে নাতির দেখভাল করছেন। কারণ তাদেরও রিপোর্ট নেগেটিভ এসেছে।

এম/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |