ঢাকামঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

হঠাৎ পরীর প্রশংসায় রাজ

বিনোদন ডেস্ক, আরটিভি

বুধবার, ২২ মে ২০২৪ , ০৭:৩৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ভালোবেসে চিত্রনায়িকা পরীমণিকে বিয়ে করেন অভিনেতা শরিফুল রাজ। তবে পারিবারিক কলহের জেরে তাদের সে সংসার বেশি দিন টেকেনি। বিচ্ছেদ হয়ে যায়। বর্তমানে ছেলেকে নিয়ে নিজের মতো করেই জীবনযাপন করছেন ঢাকাই সিনেমার এই লাস্যময়ী অভিনেত্রী। এবার তার প্রশংসায় হঠাৎ পঞ্চমুখ হলেন রাজ।

বিজ্ঞাপন

সম্প্রতি এক টেলিভিশনের সাক্ষাৎকারে বলেন, অনেক মায়েদের পরীমণির থেকে অনেক কিছু শেখার আছে। ও যেভাবে আমার ছেলেকে আদর-যত্ন করে, তাতে রাজ্য একদিন তার মাকে নিয়ে গর্ববোধ করবে।

শরিফুল রাজ আরও বলেন, আমার ছেলে এখন অনেক ছোট। সে আমার জীবনের গুরুত্বপূর্ণ একজন। আমার মনে হয় ও ঠিকঠাক ভালো একটা জায়গায় আছে। আমি চাইবো ও যেভাবে আছে, আরও ভাল থাকুক সুস্থ থাকুক।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, শরিফুল রাজ প্রথম আলোচনায় আসেন ‘আইসক্রিম’ সিনেমা দিয়ে। এরপর  ‘ন ডরাই’, ‘পরাণ’ ও ‘হাওয়া’ সিনেমায় কাজ করে রাতারাতি হয়ে যান তারকা। গেল ঈদে প্রেক্ষাগৃহে তার তিনটি সিনেমা মুক্তি পেয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |