ঢাকাসোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

নোরার মৃত্যু গুঞ্জনে যা জানাল অভিনেত্রীর টিম

বিনোদন ডেস্ক, আরটিভি

বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫ , ০১:৫৬ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নোরা ফাতেহি। খুব অল্প সময়েই নিজের শক্ত অবস্থান গড়ে তুলেছেন এই তিনি। তবে অভিনয়ের চেয়ে নাচেই বেশ পারদর্শী নোরা। শুধু তাই নয়, বলিউডে তিনি ‘বেলি ডান্স কুইন’ হিসেবে পরিচিত। 

বিজ্ঞাপন

এদিকে, বলিউডের এই আইটেম গার্লের মৃত্যুর গুঞ্জনে সরগরম সামাজিক মাধ্যম। অভিনেত্রীর অনুরাগীদের কপালে পড়েছে দুশ্চিন্তার ভাঁজ। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

1712671305_1

বিজ্ঞাপন

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পেজে একটি ভিডিও প্রকাশ করা হয়। সেখানে দেখা যাচ্ছে, পাহাড়ে মাঝে আটকে পড়েছেন এক নারী। ক্যাপশনে লেখা, ‘বলিউড অভিনেত্রী নোরা ফতেহির দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। তবে দূর থেকে ধারণ করা ভিডিওতে ওই নারীর মুখ অস্পষ্ট হওয়ায় স্নাক্ত করা যাচ্ছে না।

শোনা যায়, দুঃসাহসিক খেলায় যোগ দিতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েন তিনি। ‘বাঞ্জি জাম্পিং’-এ যোগ দিতে গিয়েই বিপত্তি। পাহাড়ে খাদে পড়ে গিয়েছেন নোরা। সেখানেই মৃত্যু হয় তার।

এদিকে এরইমধ্যে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নোরার সহযোগী টিম। জানানো হয়েছে নোরার সঙ্গে এরকম কিছু ঘটেনি। খবরটি ভিত্তিহীন। 

বিজ্ঞাপন

প্রসঙ্গত, মাত্র পাঁচ হাজার রুপি নিয়ে ভারত এসেছিলেন নোরা। বলিউডে জায়গা পেতে কঠিন সংগ্রাম করতে হয়েছে তাকে। এক ফ্ল্যাটে নয়জনের সঙ্গে বাস করতে হয়েছে। অর্থের অভাবে করতে হয়েছে ক্ষুধায় কষ্ট। 

আরটিভি/এএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |