ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

২৬ বছরের ছোট প্রেমিকাকেই বিয়ে করলেন অভিনেতা সাহিল

রোববার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ , ০৬:২৫ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা সাহিল খান, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন। এটি দ্বিতীয় বিয়ে তার। তার স্ত্রী মিলেনা আর্মেনিয়া তার থেকে ২৬ বছরের ছোট। 

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মিলেনা আর্মেনিয়ায় জন্মগ্রহণকারী তরুণী। তার বয়স ২২ বছর। আর তার স্বামী সাহিলের বয়স এখন ৪৮ বছর। দুজনের মধ্যে বয়সের ব্যবধান প্রায় ২৬ বছরের। দুজনের মধ্যে বয়সের এত ব্যবধান থাকার পরও মিলেনাকে কেন বিয়ে করলেন ‘এক্সকিউজ মি’ সিনেমা খ্যাত তারকা―এ নিয়েই যত প্রশ্ন।

সম্প্রতি এ ব্যাপারে কথা বলেছেন অভিনেতা সাহিল। তিনি বলেন, ভালোবাসা বয়স, ধর্ম দেখে হয় না। এখানে একে অপরের প্রতি বোঝাপড়া থাকলেই সুন্দর হয় জীবন। মিলেনার সঙ্গে আমি যখন দেখা করি, তখন ওর বয়স ছিল মাত্র ২১ বছর। বয়সের এত পার্থক্য থাকার পরও একে অপরের প্রতি আকৃষ্ট হই আমরা।

বিজ্ঞাপন

sahil-khan

সাহিল বলেন, আমাদের মধ্যে ভালোবাসা গড়ে উঠার পর আমরা একে অপরের পরিবারের সঙ্গে দেখা করেছি। বাগদান পর্ব সারি, আর অবশেষে বিয়ে। এখন আমরা সুখী দম্পতি। এখন সবার কাছ থেকে আগামী জীবনের জন্য আশীর্বাদ চাই আমরা।

তিনি বলেন, মিলেনার সঙ্গে আমার প্রথম একটি রেস্তোরাঁয় দেখা হয়েছিল। সে তার মায়ের সঙ্গে ডিনার করতে এসেছিলেন। আর আমি বন্ধুদের সঙ্গে গিয়েছিলাম। তাকে প্রথম দেখাতেই পছন্দ হয় আমার। তার কাছে গিয়ে মডেলিং ফটোশ্যুটের প্রস্তাব দেই, আর সে খুব নম্রভাবেই প্রত্যাখ্যান করে তা।

বিজ্ঞাপন

এ বলিউড অভিনেতা বলেন, মিলেনা শুধু প্রত্যাখ্যান করেনি, সে আমাকে বলে, সে বিয়ের জন্য সঠিক পুরুষ খুঁজছেন। সংসার ও সন্তান লালনপালন করতে চান। তার এমন সরলতা ও সততা দেখে আকৃষ্ট হই এবং আমি তাকে বিয়ের জন্য সিদ্ধান্ত নেই।

বিজ্ঞাপন

আরটিভি/এএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |