স্পষ্টভাষী অভিনেত্রী। সমালোচকদের কথা গায়ে না মেখে সবসময় নিজের ইচ্ছে মতোই ছুটে চলেন তিনি। ভালোবেসে আপন করে নিতে পারেন মানুষকে, বলছি ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের অন্যতম গ্ল্যামার নায়িকা পরীমণির কথা।
রিল লাইফ থেকে রিয়েল লাইফ—দুই জায়গাতেই তাকে নিয়ে নানা সমালোচনা থাকলেও সবকিছুকে পেছনে ফেলে একজন সংগ্রামী নারী ও মমতাময়ী মা হিসেবেই এখন দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি।
কাজের পাশাপাশি বেশ সরব সামাজিক যোগাযোগমাধ্যমেও। প্রায় সময়ই নানান ভিডিও, ছবি কিংবা পোস্ট দিয়ে নেটিজেনদের মাতিয়ে রাখেন পরীমণি। সেই ধারাবাহিকতায় এবার তিনি শেয়ার করলেন নিজের এক নতুন অভিজ্ঞতার কথা।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে পরী লেখেন, এই একজীবন যে কত অভিজ্ঞতার! একা ১ জন হয়ে ১০০ জনের কাজ/ দায়িত্ব সামলানো কি যে নিদারুণ সুন্দর! আপনি ভাববেন, এই তো কত মানুষ আছে আপনার কাছে। আপনি যেমন থাকেন সবার হয়ে…। কিন্তু বিশ্বাস করেন, শুধু একবার অসুস্থ বা কোনো কারণে কাউকে ভীষণ প্রয়োজন হয়ে উঠুক আপনার, ঠিক তখনই দেখবেন আপনি একা। একদমই একা।
সবার জীবনে এই সময়টা আসা দরকার উল্লেখ করে এই নায়িকা আরও লেখেন, প্রত্যেকটা মানুষের জীবনে এই সময়টা আসা দরকার। যত তাড়াতাড়ি আসবে আর আপনার এমন উপলব্ধি যত তাড়াতাড়ি হবে ততই ভালো। আপনার ভালো সময় উদযাপন বা উপভোগের লোকের যেমন অভাব পরে না, ঠিক তেমনি আপনার নিজের দরকারে আপনি আপনার একাই সব, এটা বুঝে যাওয়া জীবনের সবচেয়ে দারুণ ব্যাপার।
সবশেষে পরী লেখেন, এখানে একবার আপনি উতরে গেলেন, তো কে ঠেকায় আপনাকে আর…।
প্রসঙ্গত, অভিনয়ের পাশাপাশি পরীমনি এবার মন দিয়েছেন ব্যবসাতেও।মাতৃত্বকালীন সময়ে মা ও বাচ্চাদের প্রয়োজনীয় সব পণ্য নিয়ে অনলাইনে ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছেন এই চিত্রনায়িকা। ফেসবুকে এখন নিয়মিত তার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
আরটিভি/এএ