আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’। ১৯৭৫ সাল থেকে প্রতিবছর মার্চ মাসের ৮ তারিখ বিশ্বজুড়ে উদ্যাপিত হয় আন্তর্জাতিক নারী দিবস। লিঙ্গবৈষম্য দূর করে নারীর প্রতি সম্মান ও সমানাধিকারের বার্তা জানাতেই দিবসটি উদ্যাপিত হয়। তবে টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা মনে করন কিছু বিষয় না শোধরালে কোনোদিন লিঙ্গ বৈষম্য দূর হবে না।
ভারতীয় সংবাদমাধ্যমে ঋতুপর্ণা লিখেন, ভালবেসে তো কত মানুষই কত কিছু করেন। কিন্তু যদি আগে থেকেই দাগিয়ে দেওয়া হয় যে এটা মেয়েদেরই কাজ, কিংবা এটা ওদের কাজ নয়, তাহলে লিঙ্গবৈষম্য কোনও দিনই দূর হবে না। এই বৈষম্য দেখতে দেখতে দিন পেরিয়ে বছর আসে, আবার একটা একটা করে বছর পেরিয়ে যায়, শতাব্দী পেরিয়ে যায় তবু নারী-পুরুষের বৈষম্য রয়েই যায়।
আরও লিখেন, কিন্তু তিক্ত সত্যিটা হল, যত স্পষ্ট করেই বলা হোক না কেন, নারীদের উপর হয়ে চলা অবদমনের পুনরাবৃত্তি যেন থামতেই চায় না। তাই এই একটা দিন, আরও বেশি করে চোখে আঙুল দিয়ে সেই অন্যায়গুলোকে দেখিয়ে দেওয়ার দিন।
সবশেষে প্রশ্ন ছুড়ে অভিনেত্রী লেখেন, কেন প্রত্যেক বার নারী দিবসে মানুষকে সচেতন করতে হবে? কেন? ঠিক কতবার বোঝানোর পর মানুষ সচেতন হবেন? বোধোদয় কি কোনও দিনও হবে না?
আরটিভি/এএ