‘আমলনামা’

দর্শক মনে দাগ কেটেছে তাদের অনবদ্য অভিনয়

আসিফ আলম

শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ , ০৫:৩১ পিএম


দর্শক মনে দাগ তাদের অনবদ্য অভিনয়
ছবি: সংগৃহীত

ফোনের এক প্রান্ত থেকে মেয়ে বলছে ‘আব্বু তুমি কান্না করছো যে…’ ঠিক এমন সময় ফোনের ওপর প্রান্ত থেকে শোনা যায় গুলির শব্দ ও সঙ্গে একজনের গোঙানির আওয়াজ। বলছি টেকনাফ পৌরসভা কাউন্সিলর একরামুল হককে হত্যার সময় ফাঁস হওয়া অডিওর কথা। 

বিজ্ঞাপন

abbutumi-kantecho-j

পরপর তিনবার টেকনাফ পৌরসভা কাউন্সিলর ছিলেন একরামুল হক। ২০১৮ সালে তৎকালীন সরকার মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে কঠোর অভিযান চালায়, যেখানে আইন প্রয়োগকারী সংস্থার সাথে বন্দুকযুদ্ধে ১০০ জনেরও বেশি সন্দেহভাজন নিহত হয়। ২০১৮ সাল থেকে শুধুমাত্র টেকনাফেই আইন প্রয়োগকারী সংস্থার বিচারবহির্ভূত গুলাগুলিতে ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারায়। তাদের একজন কাউন্সিলর একরামুল।

বিজ্ঞাপন

তার ঘটনাটি সেই সময়ে আলোচিত হওয়ার প্রধান কারণ, তাকে হত্যার আগ মুহূর্তের একটি অডিও ফাঁস হয়ে যায়। যেখানে একরামুলকে শেষবারের মতো মুঠোফোনে তার স্ত্রী ও মেয়ের সাথে কথোপকথনে শোনা যায়! ‘আব্বু তুমি কান্না করছো যে…’- বাবা একরামুলের উদ্দেশে মেয়ের বলা এমন আকুল কণ্ঠস্বরটি সংবেদনশীল মানুষকে নাড়িয়ে দেয়! 

Untitled-2
দর্শকদের একটি বড় অংশ সেই ঘটনার ছায়া খুঁজে পেয়েছে সম্প্রতি মুক্তি পাওয়া ওয়েব ফিল্ম ‘আমলনামা’য়। তরুণ নির্মাতা রায়হান রাফী পরিচালিত ওয়েব ফিল্মটি চরকিতে মুক্তি পেয়েছে যেখানে অভিনয় করেছেন জাহিদ হাসান, তমা মির্জা, কামরুজ্জামান কামু, সারিকা সাবরিন, গাজী রাকায়েত, গীতাশ্রী চৌধুরী, হাসনাত রিপন, জান্নাতুল মাওয়া ঝিলিক, এ কে আজাদ সেতু, ইনায়া আর্যা অনেকেই।

483066262_997619618968720_3241845203948912938_n

বিজ্ঞাপন

ওয়েব ফিল্মটিতে পারভীন চরিত্রে অভিনয় করেছেন তমা মির্জা। যেখানে তিনি মাদক ব্যবসা থেকে ফিরে আসা হাসান (কামরুজ্জামান কামু)'এর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। স্বামীকে ফিরে পাওয়ার জন্য তার আকুতি বিভিন্ন দৃশ্যে স্পষ্ট। শুধু তাই নয় প্রতিটি দৃশ্যে তার অভিনয়, বাচন ভঙ্গি দর্শকদের নজড় কেড়েছে। 

amalnama-kamrujjaman-kamu

এবার আসা যাক নি মাদক ব্যবসা থেকে ফিরে আসা হাসান (কামরুজ্জামান কামু) চরিত্র নিয়ে। পাপ পথ থেকে ফিরে এসে মা, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে তার এখন সুখের সংসার। মেয়েকে হারামের টাকা ডাক্তার বানাতে চায় না। তাই সব কিছু ছেড়ে দিয়ে সৎ পথে চলছে। ওয়েব ফিল্মটিতে হাসান তথা (কামরুজ্জামান কামু) প্রতিটি দৃশ্যে দক্ষতার পরিচয় দিয়েছেন।  মা, স্ত্রী ও দুই সন্তানের প্রতি তার যে ভালোবাসা তার প্রতিটি কথায় স্পষ্ট ফুটে উঠেছে। বিশেষে করে শেষ দৃশ্যে তার মৃত্যুর আগে মেয়ের সঙ্গে কথা বলা দর্শকদের চোখে পানি নিয়ে এসেছে। 

483066286_997619685635380_3415022572698330963_n

সিনেমায় ইমরান জামান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান। সিনেমায় তিনি একজন পুলিশ সদস্য। উপরের নির্দেশে তার হাতেই খুন হন হাসান। তবে শেষে তার অনাগত সন্তানের পৃথিবির আলো দেখা হয় না। বরাবরের মতই ইমরান জামান চরিত্রটি নিজের মত করেই ফুটিয়ে তুলে দর্শকদের প্রশংসা পাচ্ছেন। 

484831566_997619658968716_6499488483493359153_n

অন্যদিকে ইমরান জামানের স্ত্রী–এর চরিত্রে আছেন সারিকা সাবরিন। যেখানে তিনি একজন সন্তান সম্ভবা মায়ের চরিত্রে অভিনয় করেছেন। অনাগত সন্তানের জন্য তার যে ভালোবাসা তা সুন্দর ভাবেই পর্দায় ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন তিনি।

483102838_997619718968710_3578776845914545373_n

‘আমলনামা’র চিত্রনাট্য করেছেন রায়হান রাফী ও এসএম নজরুল ইসলাম।

আরটিভি/এএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission